ঘুরতে বেরোলেও আইডিয়া পান কিম কার্ডাশিয়ান

কিম কার্ডাশিয়ান।  ছবি: প্রথম আলো
কিম কার্ডাশিয়ান। ছবি: প্রথম আলো

সোমবার সন্ধ্যায় ইয়েরেভান শহরের প্রাণকেন্দ্র কাসকেটে যখন আর্মেনীয় সাংবাদিক বন্ধু আরশালুইসের সঙ্গে হাঁটছিলাম, তখন সে বলল, ‘তোমাদের প্রোগ্রামে কিম কার্ডাশিয়ান যাবেন।’ বললাম, ‘তুমিও জানো?’ তার জবাব, ‘ইয়েরেভানের ১০ লাখ মানুষই মনে হয় জানে।’

গতকাল মঙ্গলবার কিম কার্ডাশিয়ানের জনপ্রিয়তার তাপ টের পাওয়া গেল। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের আফটার কারেন ডিমিরেচিয়ান কমপ্লেক্সে তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেসে আসবেন কিম। অনুষ্ঠানটি বেলা ১১টায় হওয়ার কথা। কিন্তু সকাল ৯টায়ই ৭০টি দেশের মানুষের ভিড় দেখা গেল মিলনায়তনে। সাড়ে ১১টার দিকে শুরু হলো ‘মার্কেটপ্লেস অব আইডিয়াস’ শিরোনামে মার্কিন রিয়েলিটি শো তারকা ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ানের সঙ্গে কথোপকথন। ততক্ষণে মিলনায়তনের আসন সব ভরা। সঞ্চালক হাউ স্মার্ট উইমেন উইন দ্য নিউ ইকোনমি বইয়ের লেখক ম্যাগডালেনা ইয়েসিল নাম ঘোষণার সময় বললেন, এখন যিনি আসছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা ২৫০ মিলিয়ন। মিসেস কিম কার্ডাশিয়ান ওয়েস্ট।

হাত নেড়ে ‘হাই’ বলে মঞ্চে এলেন কিম। মিলনায়তন করতালি আর উচ্ছ্বাসে যেন ফেটে পড়ল। প্রযুক্তির এ আয়োজনে কিম কার্ডাশিয়ান উদ্যোক্তা হিসেবেই এসেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে যে আয় করা যায় বা উদ্যোগ শুরু করা যায়, সে ব্যাপারে কিমের কথা শোনাই মূল উদ্দেশ্য। কিম বললেন, ‘সোশ্যাল মিডিয়ায় আবেগ দিয়ে মানুষ পোস্ট দেওয়া শুরু করে। আমার অভিজ্ঞতা তেমনই। এখনকার ডিজিটাল অর্থনীতিতে সেই আবেগকে আয়ের দিকে নিয়ে যাওয়া যায়। তবে সবচেয়ে বড় কথা হলো আইডিয়া।’

কিম কার্ডাশিয়ান ঘুরতে ভালোবাসেন। জানালেন, গুরুত্বপূর্ণ অনেক আইডিয়া ভ্রমণের সময় তিনি পেয়েছেন। সঞ্চালক জিজ্ঞেস করলেন এবার কোনো আইডিয়া কিম পেয়েছেন কিনা! কিম বললেন, ‘দুদিন আগে ইয়েরেভানের রাস্তা থেকে কয়েক ধরনের ফুলের সুগন্ধ পেয়েছি। এটা থেকে দারুণ একটা ব্যবসায়িক ভাবনা মাথায় এসেছে।’
ভাবনাটা কী তা জানালেন না, তবে কিম হয়তো আর্মেনিয়ার বিখ্যাত গোলাপের সুগন্ধ থেকে কোনো প্রসাধন পণ্য বাজারে ছাড়তে পারেন। তিনি বলেছেন, ‘প্রতি মাসেই আমি একটি করে মেকআপ পণ্য বাজারে ছাড়তে চাই। সব সময় অবশ্য হয় না।’

অনলাইনে যাঁর কোটি কোটি অনুসারী, তাঁর প্রতিটি পোস্টেই বুঝি লাইক–কমেন্টের সুনামি বয়ে যায়। কিমের বয়ানেও তাই জানা গেল। বললেন, ‘একেকটা পোস্টে ১০ লাখ লাইক, ১ লাখ কমেন্ট। এটা সামলানো সত্যিই কঠিন। আমার অ্যাকাউন্ট পরিচালনা করার মানুষ আছে, কিন্তু আমি কিছু কিছু কমেন্ট দেখি, উত্তর দিই। সোশ্যাল মিডিয়ায় থাকাটা আমি উপভোগ করি। তবে প্রাইভেসি রক্ষা করি। সোশ্যাল মিডিয়ায় থাকলেও পরিবারকে সময় দিন, নিজেদের প্রাইভেসি রাখার চেষ্টা করুন।’
কিম কার্ডাশিয়ান এবার আর্মেনিয়া এসেছেন তাঁর বোন কোর্টনি কার্ডাশিয়ান এবং তাঁদের সন্তানদের নিয়ে। ইয়েরেভানে পৌঁছেই কিম টুইট করেন, ‘এখন আর্মেনিয়ায় রাত প্রায় তিনটা, আমি ঘুমাতে পারছি না। আমি এখানে এসে এবং সবাইকে দেখে খুবই রোমাঞ্চিত।’ গত সোমবার সকালে ইয়েরেভানের নিজেদের সন্তানদের ব্যাপ্টিজমে দীক্ষিত করেন কিম ও কোর্টানি কার্ডাশিয়ান। কিমের সবচেয়ে ছোট সন্তান সালমের ব্যাপ্টিস্ট নাম রাখা হয়েছে ভারদান।

প্রথম দফা কথা বলার পর কিমের সঙ্গে প্যানেল আলোচনায় যোগ দেন আর্মেনিয়াভিত্তিক বিশ্বের অন্যতম জনপ্রিয় ছবি ও ভিডিও সম্পাদনার অ্যাপ পিকস আর্টের প্রতিষ্ঠাতা জোভানেস অ্যাভোইয়ান, জিফাইয়ের প্রতিষ্ঠাতা ও সিইও অ্যালেক্স চুন এবং রেডিট ও ইনিশিয়ালাইজড ক্যাপিটালের কো ফাউন্ডার অ্যালেক্সিস ওহানিয়ান।