নাটকে খলনায়ক মিশা সওদাগর

ব্যাচেলরস প্যারাডাইস নাটকে নাবিলা ইসলাম ও মিশা সওদাগর।  ছবি: সংগৃহীত
ব্যাচেলরস প্যারাডাইস নাটকে নাবিলা ইসলাম ও মিশা সওদাগর। ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরকে এবার ছোট পর্দায় দেখা যাবে। নাটকের নাম ‘ব্যাচেলরস প্যারাডাইস’। নাটকটির ইনসাফ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। উত্তরায় শুটিং হয়েছে নাটকটির। মিশা বলেন, ‘আমার অত আগ্রহ ছিল না। বেশ কিছুদিন আগেই চিত্রনাট্যটি দেওয়া হয়েছে আমাকে। কাজটি করার ইচ্ছা ছিল না। পরবর্তীকালে চিত্রনাট্যটি পড়ে ভালো লেগে গেল। মনে হলো করা যায়।’

নাটকটির পরিচালক তারিক হাসান বলেন, ‘সব সময় আমি ভিন্ন কিছু চরিত্র নাটকে উপস্থাপন করতে চাই। এটি কিন্তু কোনো চমক না। দর্শককে নতুন কিছু দেওয়া, এইটুকুই।’

ইনসাফ পুরান ঢাকার আতর ব্যবসায়ী। তার বাড়ি আছে। বাড়ির নাম ‘ব্যাচেলরস প্যারাডাইস’। ইনসাফ সহজ–সরল মানুষ। সরলভাবে সত্য কথা বলতে গিয়ে নানা ধরনের ঝামেলার মুখোমুখি হন তিনি। নাটকটিতে মিশা সওদাগরের বিপরীতে অভিনয় করেছেন বড় পর্দার অভিনেত্রী চম্পা। আরও অভিনয় করেছেন নাবিলা ইসলাম, কাজল সুবর্ণ প্রমুখ।