ছেলের ছুরিকাঘাতে খুন টারজানের স্ত্রী

‘টারজান’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান রন এলি। ছবি: রয়টার্স
‘টারজান’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান রন এলি। ছবি: রয়টার্স

মঙ্গলবার রাতের ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ছেলের হাতে খুন হন ভ্যালেরি লান্ডিন। তিনি ‘টারজান’খ্যাত অভিনেতা রন এলির স্ত্রী। রন ও ভ্যালোরির ছেলে ৩০ বছর বয়সী ক্যামেরন এলিও পুলিশের গুলিতে নিহত হন। এমনটিই জানিয়েছে ডেইলি মেইল।

পুলিশ জানায়, তারা ৯১১ নম্বরে বারবারার কাউন্টি শেরিফের দপ্তরে একটা জরুরি ফোনকল পেয়ে ছুটে যায় ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার হোপ রাঞ্চের একটা বিলাসবহুল বাড়িতে। ৮১ বছর বয়সী ‘টারজান’ অভিনেতা রন এলি নিরাপদে আছেন বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার সময় রন বাড়িতে ছিলেন তবে তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

রন এলি ও তাঁর স্ত্রী ভ্যালেরি লান্ডিন। ছবি: এএফপি
রন এলি ও তাঁর স্ত্রী ভ্যালেরি লান্ডিন। ছবি: এএফপি

গত শতকের ষাটের দশকে সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজগুলোর একটি ‘টারজান’। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি নেটওয়ার্কে প্রচারিত হয়। ১৯৮০ সালে অভিনয়শিল্পী ও লেখক রন এলি ‘মিস আমেরিকা’ অনুষ্ঠান উপস্থাপনা করেন। ১৯৮১ সালে তিনি ‘মিস ফ্লোরিডা’ ভ্যালেরি এলিকে বিয়ে করেন। এই দম্পতির তিন সন্তান। এক ছেলে ও দুই মেয়ে।