ফের শহরে সুস্মিতা সেন

বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা হয় সুস্মিতা সেনকে। ছবি: সংগৃহীত
বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা হয় সুস্মিতা সেনকে। ছবি: সংগৃহীত

ফের ঢাকা শহর দেখা পেল ১৯৯৪ সালের মিস ইউনিভার্স, বলিউড তারকা সুস্মিতা সেনকে। আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে স্পাইস জেট এয়ারওয়েজের একটি বিমানে চড়ে মুম্বাই থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। আজ সন্ধ্যায় মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন তিনি।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি চলে যান ঢাকায় তাঁর জন্য নির্ধারিত পাঁচতারা হোটেলে। প্রথম আলোকে সুস্মিতার আসার খবরটি নিশ্চিত করেন মিস ইউনিভার্স বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজক, প্রতিষ্ঠানের প্রধান রিজওয়ান বিন ফারুক।

মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক সুস্মিতা সেন। ছবি: টুইটার
মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক সুস্মিতা সেন। ছবি: টুইটার

আজ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিষ্ঠানের চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক বলেন, ‘আমরা খুব চমৎকারভাবে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সব রকম চেষ্টা করব। এই মঞ্চে তিনি নিজের অভিজ্ঞতার কথা বলবেন। যিনি মিস ইউনিভার্স বাংলাদেশ হবেন, তিনি সুস্মিতা সেনের কাছ থেকে প্রয়োজনীয় কিছু পরামর্শও পেয়ে যাবেন।’

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় আছেন সেরা দশের দুজন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এবং ‘ফেস অব বাংলাদেশ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম ও শিরিন শিলা। অন্য প্রতিযোগীদের মধ্যে আছেন তামান্না ইশরাত সোহানী, মারিয়া মুমু, সানোবার তায়েফা, আফলা আরমান, ইরানা ইশরাত, স্মৃতি আকতার, আলিশা ইসলাম ও তোশিবা আনিতা ইসলাম।

মিস ইউনিভার্স বাংলাদেশের মঞ্চে তিনি নিজের অভিজ্ঞতার কথা বলবেন। ছবি: টুইটার
মিস ইউনিভার্স বাংলাদেশের মঞ্চে তিনি নিজের অভিজ্ঞতার কথা বলবেন। ছবি: টুইটার

এবারের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’।

মাস দুয়েক আগে থেকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার নিবন্ধনকাজ শুরু হয়। প্রাথমিক বাছাইয়ে অংশ নেওয়ার জন্য ২৯ আগস্ট পর্যন্ত ৮ হাজার প্রতিযোগী নাম নিবন্ধন করেন।
আগামী ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। এবার এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’।

বিজয়ীকে মুকুট পরিয়ে দেবেন তিনি। ছবি: টুইটার
বিজয়ীকে মুকুট পরিয়ে দেবেন তিনি। ছবি: টুইটার

আয়োজক সূত্রে জানা গেছে, মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ীর মাথায় যে মুকুট উঠবে সেটি ৭৫০টি ডায়মন্ডখচিত, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

বিচারক হিসেবে সুস্মিতা সেনের সঙ্গে আরও থাকবেন সংগীতশিল্পী তাহসান খান, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী।

এর আগে আরও দুবার ঢাকায় এসেছিলেন সুস্মিতা সেন। ২০১১ ও ২০১৫ সালের দুটি ভিন্ন অনুষ্ঠানে ঢাকা ঘুরে যান এ বলিউড অভিনেত্রী।