সাবেক স্ত্রীকে ফিরতে বলেছিলেন ক্যামেরন

লিন্ডা হ্যামিল্টন।  ছবি: ইনস্টাগ্রাম
লিন্ডা হ্যামিল্টন। ছবি: ইনস্টাগ্রাম

টারমিনেটর: ডার্ক ফেইট এখন পর্দায়। আর সেখানে সারাহ কনর চরিত্রে দেখতে পাওয়া যাবে লিন্ডা হ্যামিল্টনকে। সম্প্রতি মুক্তি পাওয়া টারমিনেটর ছবির নতুন কিস্তির জন্য সাবেক স্ত্রী লিন্ডা হ্যামিল্টনকে ফিরে আসতে বলেছিলেন জেমস ক্যামেরন। লিখেছিলেন দীর্ঘ চিঠি। দীর্ঘ সেই চিঠিতে টারমিনেটর ছবির নতুন কিস্তি টারমিনেটর: ডার্ক ফেইট-এ সারাহ কনর চরিত্রে লিন্ডাকে অভিনয়ের আহ্বান জানিয়েছিলেন তিনি।

১৯৮৪ সালে প্রথম ছবি দ্য টারমিনেটর, ১৯৯১ সালের টারমিনেটর টু: জাজমেন্ট ডে—ছবি দুটিতে আর্নল্ড শোয়ার্জেনেগারের সঙ্গে অভিনয় করেছিলেন লিন্ডা। ছবির ষষ্ঠ কিস্তিতে তাঁকে আবারও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন খ্যাতিমান এ পরিচালক। অবশ্য এই ছবির পরিচালক নন তিনি, অন্যতম প্রযোজক। ক্যামেরন বলেন, ‘প্রায় সাড়ে তিন পৃষ্ঠা চিঠির অর্ধেকজুড়ে লিখেছি, কেন এ চরিত্রে তাঁর আর ফেরা উচিত নয়। বাকি অর্ধেকে লিখেছি, কেন উচিত, যেটা আমরা সবাই জানি। আমরা চরিত্রটিকে ভালোবাসি।’

ক্যামেরন চেয়েছিলেন, ওই চরিত্রে অন্য কাউকে নেওয়ার আগে লিন্ডাকে একটা সুযোগ দেওয়া উচিত। কারণ, চরিত্রটি করা বা প্রস্তাবটি প্রত্যাখ্যানের অধিকার রয়েছে তাঁর। বলেছিলেন, সারাহ চরিত্রে যদি লিন্ডা ফেরেন, ব্যাপারটা সবার জন্যই হবে দারুণ। একই সময়ে যুক্তরাজ্যের একটি টেলিভিশন অনুষ্ঠানে লিন্ডা জানিয়েছিলেন, ওই চরিত্রে ফেরাটা তাঁর জন্য ভীষণ কঠিন কাজ।

শেষ পর্যন্ত ছবিতে অভিনয় করেন লিন্ডা হ্যামিল্টন। লিন্ডার সঙ্গে ক্যামেরনের বিয়ে হয় ১৯৯৭ সালে, আর ছাড়াছাড়ি ১৯৯৯ সালে। এসশোবিজ