বোনের সঙ্গে ফারিয়ার মেকআপ স্টুডিও

ফারিয়া ও তাঁর বোনের যৌথ উদ্যোগে গড়ে তোলা মেকআপ স্টুডিওর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নতুন উদ্যোক্তা
ফারিয়া ও তাঁর বোনের যৌথ উদ্যোগে গড়ে তোলা মেকআপ স্টুডিওর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নতুন উদ্যোক্তা

বড় বোন ইসরাত জাহানের সঙ্গে অভিনেত্রী নুসরাত ফারিয়া এক নতুন মিশনে নামলেন। নায়িকা আর গায়িকার পর ফারিয়ার এবারের পরিচয় উদ্যোক্তা হিসেবে। সম্প্রতি রাজধানীর বনানীতে ফারিয়া ও মারিয়া (ইসরাতের ডাকনাম) একটি মেকআপ স্টুডিও চালু করলেন, নাম ‘মারিয়া’স ব্রাইডাল স্টুডিও’। মারিয়া এর মূল চালিকা শক্তি আর পেছনের কান্ডারি হলেন ফারিয়া।

ফারিয়ার বোন ইসরাত জাহান পেশায় দন্তচিকিত্সক। তবে দুই বছর হলো নিজের ফ্যাশন হাউস নিয়ে ব্যস্ত ইসরাত। নুসরাত ফারিয়া তাঁর অনেক ছবিতেই পরেন বোনের নকশা করা পোশাক। পোশাক নকশা করতে করতে একসময় একটি সিনেমায় ফারিয়ার রূপসজ্জার কাজেও জুড়ে যান ইসরাত। সেই থেকে ফারিয়াকে ক্যানভাস বানিয়ে ইসরাত তাঁর রূপসজ্জার চর্চা করতে থাকেন। ফারিয়াও বোনকে দিতে থাকেন উৎসাহ। পাশাপাশি এই মেধাকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ভাবতে থাকেন। একটা সময় মাথায় চলে আসে মেকআপ স্টুডিও দেওয়ার পরিকল্পনা।

নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

বোনের সঙ্গে নতুন এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে ফারিয়া বলেন, ‘মেকআপের ওপর দক্ষতা আছে মারিয়ার। শাহেনশাহ ছবির প্রতিটি গানেই আমার মেকআপ করেছে সে। তখন থেকেই ভাবতাম, একটি মেকআপ স্টুডিও দিলে মন্দ হয় না। দুই বোন মিলে তাই সাহস করে যাত্রা শুরু করে দিলাম।’

যাত্রা শুরু করেই বৃহস্পতি তুঙ্গে। ফারিয়া জানালেন, দারুণ সাড়া পাচ্ছেন তিনি। বললেন, ডিসেম্বর মাসে প্রায় ২০ দিনই বিয়ের সাজের জন্য বুকিং হয়ে গেছে।

ফারিয়া যে হুট করেই উদ্যোগটা নিয়ে ফেললেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। অনেক গবেষণা, পরিকল্পনা আর নিরীক্ষা আছে এর পেছনে। ফারিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের গতিবিধি খেয়াল করলেই বোঝা যায় তা। এই উদ্যোগ নেওয়ার আগে থেকেই ফারিয়াকে দেখা গেছে ইনস্টাগ্রামের আইজিটিভিতে মেকআপ টিউটোরিয়ালের ভিডিও পোস্ট করতে। মেকআপের বিষয়ে জানতে দুবাইয়ে পর্যন্ত গিয়েছিলেন তিনি। এ নিয়ে ফারিয়া বলেন, ‘দুবাইয়ে গিয়ে সেমি পার্মানেন্ট মেকআপের বিষয়ে খোঁজখবর নিয়ে এসেছি। জানুয়ারিতে দুবাই থেকে একজন রূপসজ্জার প্রশিক্ষককে দেশে আনার পরিকল্পনা করছি। তিনি এসে আমাদের কর্মীদের প্রশিক্ষণ দেবেন। বিশেষ প্রয়োজনে ওই প্রশিক্ষক দুবাই থেকে এসে আমাদের সঙ্গে কাজও করতে পারেন।’

কিন্তু আপনি সিনেমার শুটিং, বিজ্ঞাপনের কাজ নিয়ে দেশ–বিদেশ ঘুরছেন, ব্যবসায় সময় দেবেন কী করে?—এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‘আমি তো সশরীরে মেকআপ স্টুডিওতে থাকব না। আমার মূল কাজ হবে আমাদের ব্র্যান্ডের প্রচার ও কারিগরি মানোন্নয়নের জন্য পরিকল্পনা করা।’