নায়ক-নায়িকা নিয়ে সুন্দরবনে পরিচালক

সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান
সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান

মাস চারেক আগে নাম ঘোষণার সময়ই ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি নিয়ে আগ্রহ দেখা গিয়েছিল চলচ্চিত্রপাড়ায়। কারণ, এই পরিচালকের প্রথম চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ দর্শক আগ্রহ নিয়ে দেখেছে। তাসকিনের মতো খলচরিত্রের একজন অভিনেতাকেও পাওয়া গেছে এই সিনেমা দিয়ে। তাই অনেকেরই আগ্রহ ছিল, কারা হচ্ছেন দীপঙ্কর দীপনের নতুন ছবির নায়ক–নায়িকা। নাম ঘোষণার কয়েক মাস পার হয়ে গেলেও হঠাৎ করে খবর বেরোয়, সুন্দরবন অঞ্চলে গিয়ে ছবির অভিনয়শিল্পীদের নিয়ে মহরত করবেন পরিচালক। তবে এ নিয়ে পরিচালক ও নায়ক–নায়িকা—সবার মুখ খোলা বারণ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার ফ্লাইটে যশোর যাচ্ছেন ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরপর সড়কপথে সুন্দরবন যাবেন। শুক্রবার মহরত শেষে সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ ছবির অন্যতম নায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘মহরতের জন্যই আমরা যাচ্ছি। শুটিং শুরু হবে ডিসেম্বরে। সেভাবেই আমার কাছ থেকে সময় নেওয়া হয়েছে।’

বিশ্বস্ত সূত্রে জানা গাছে, এই ছবিতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, রোশান ও সিয়াম। আরেক নায়িকা হিসেবে পূজা চেরির নাম শোনা গেলেও শেষ মুহূর্তে সেটা নিশ্চিত নয় বলে ছবি–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এদিকে এ ছবির মধ্য দিয়ে চিত্রনায়ক রিয়াজেরও বড় পর্দায় ফেরার সম্ভাবনা রয়েছে। ছবিতে কমান্ডিং অফিসারের চরিত্রে অভিনয় করার জন্য জনপ্রিয় এই নায়ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মধ্য দিয়ে একসঙ্গে পর্দায় জুটি হচ্ছেন নুসরাত ফারিয়া ও সিয়াম। বিষয়টি নিশ্চিত করে ফারিয়া প্রথম আলোকে বলেন, ‘টেলিভিশনে আমার আর সিয়ামের শুরুটা একসঙ্গে। আমরা একটি অনুষ্ঠান উপস্থাপনা করতাম। সিনেমায় এবারই প্রথম একসঙ্গে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি, দারুণ কিছু একটা হবে।’

‘অপারেশন সুন্দরবন’ ছবিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি–হুইলারের অর্থায়নে নির্মিত হবে। ঢাকার গুলশানের পাঁচ তারা হোটেলে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার সময় দীপঙ্কর দীপন প্রথম আলোকে বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল, যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুশূন্য। র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হবে অপারেশন সুন্দরবন।’