ভক্তদের সঙ্গে অমিতাভ পুত্রের তর্কাতর্কি

বলিউডের শাহেনশাহ, বাবা অমিতাভ বচ্চনের ছবির টি-শার্ট গায়ে অভিষেক বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম
বলিউডের শাহেনশাহ, বাবা অমিতাভ বচ্চনের ছবির টি-শার্ট গায়ে অভিষেক বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম

তারকার সন্তান হওয়া যে সহজ নয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন অভিষেক বচ্চন। প্রথম ছবি ‘রিফিউজি’র (২০০০) আগে থেকে তাঁকে শুনতে হয়েছে, যে তিনি ‘যোগ্য পিতার অযোগ্য সন্তান’, ‘বাবার নাম ভাঙিয়ে খান’ ইত্যাদি। এমনকি ২০০৭ সালে যখন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিয়ে হলো অভিষেক বচ্চনের, তখনো এক দফা বয়ে গেল সমালোচনার প্লাবন। লোকে বলাবলি করল, ঐশ্বরিয়া যে অভিষেক বচ্চনকে বিয়ে করল, তাঁর প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, অভিষেক বচ্চনের বাবার নাম, অমিতাভ বচ্চন।

তবে ক্যারিয়ারের একেবারে শুরু থেকে চলমান এই সব ট্রলের বিপরীতে সব সময় চুপ থাকেননি অভিষেক বচ্চন। এর আগেও অসংখ্যবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলকারীদের একহাত দেখে নিয়েছেন অভিষেক বচ্চন। গত সোমবার অভিষেক বচ্চন টুইটারে একটা অনুপ্রেরণাদায়ক বক্তব্য শেয়ার করেছিলেন। সেখানে লেখা, ‘উদ্দেশ্য নিয়ে আগাও। লক্ষ্যে স্থির হও। যে অসম্ভবকে তুমি উদ্‌যাপন করতে চাও, পৃথিবীকে দেখিয়ে দাও, সেটি আসলে অসম্ভব নয়।’

এই সেই অনুপ্রেরণাদায়ক বক্তব্য। ছবি: টুইটার
এই সেই অনুপ্রেরণাদায়ক বক্তব্য। ছবি: টুইটার

এই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘কাজকর্ম না থাকলে মানুষ যা করে আর কী! যার সোমবার এভাবে যায়, তাকে কি বলে জানেন? বেকার।’ অভিষেক বচ্চন এই মন্তব্যের উত্তরে ভদ্রভাবে লিখেছেন, ‘দুঃখিত, একমত হতে পারলাম না। কিছু মানুষ যা করতে ভালোবাসে, তাই করে।’

এই উত্তর পছন্দ করেছেন অভিষেক বচ্চনের ভক্তরা। একজন ধন্যবাদ জানিয়ে অভিষেক বচ্চনকে লিখেছেন, ‘স্যার, যেটা শেয়ার করেছেন, আপনার চিন্তা তার চেয়েও শক্তিশালী। এই বিশ্বের আপনার কাছ থেকে অনেক ইতিবাচকতা গ্রহণ করার আছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনি ইতিবাচকতা আর আত্মসম্মানবোধের একটা দুর্লভ সমাহার।’

তারকার সন্তান হওয়া যে সহজ নয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন অভিষেক বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম
তারকার সন্তান হওয়া যে সহজ নয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন অভিষেক বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম

গত বছর স্ত্রী আর সন্তানকে নিয়ে রোমে বেড়াতে গিয়ে একটা ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। সেই ছবির নিচে একজন মন্তব্য করেছিল, ‘তিন বছর ধরে কোনো ছবি নেই। হিট ছবি তো দূরের কথা। ঘুরে বেড়ানোর টাকা আসে কোত্থেকে।’ সেবারও অভিষেক বচ্চন দিব্যি ভদ্রলোকের মতো উত্তর দিয়েছিলেন, ‘কারণ স্যার, আমার কিছু ব্যবসা আছে। অভিনয়, প্রযোজনা আর খেলাধুলার বাইরেও।’

এর আগে ‘মনমর্জিয়া’ ছবিতে তাপসী পান্নু আর ভিকি কৌশলের সঙ্গে কেন অভিষেক বচ্চনকে নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছিল এক দল। বলেছিল, নওয়াজুদ্দিন সিদ্দিকী না মনোজ বাজপায়ীদের সঙ্গে কাজ করার পর ছবিতে অভিষেক বচ্চনকে নেওয়া অনুরাগ কশ্যপের জীবনের অন্যতম সেরা ভুল সিদ্ধান্ত। উত্তর দিয়েছিলেন অভিষেক বচ্চন। বলেছিলেন, পরিচালক অনুরাগ কশ্যপ নাকি তাঁকে ‘চলচ্চিত্র তারকা’ বলেই বিশ্বাস করেন।

স্ত্রী, সন্তানকে নিয়ে অভিষেক বচ্চনের ভ্রমণের সেই ছবি। ছবি: ইনস্টাগ্রাম
স্ত্রী, সন্তানকে নিয়ে অভিষেক বচ্চনের ভ্রমণের সেই ছবি। ছবি: ইনস্টাগ্রাম

এরও উত্তর দিয়েছিল হেটার্সরা। বলেছিল, চলচ্চিত্র তারকা নয়, ওটা হবে ‘চলচ্চিত্র তারকার ছেলে’।

‘মনমর্জিয়ার’(২০১৮) পরে অভিষেক বচ্চনের পরবর্তী ছবির নাম, ‘দ্য বিগ বুল’। এখানে প্রথমবারের মতো অভিষেক বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করবেন ইলিয়ানা ডি ক্রুজ।