রাজের কাছে ১০ প্রশ্ন

এখন পর্যন্ত ৩টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন রাজ কুমার রাও। ছবি: ইনস্টাগ্রাম
এখন পর্যন্ত ৩টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন রাজ কুমার রাও। ছবি: ইনস্টাগ্রাম

গত ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘মেড ইন চায়না’। চলছে ‘তুরান খান’ ও ‘রুহ আফজা’ ছবির কাজ। এ বছরই মুক্তি পেয়েছে তাঁর আরও দুটি ছবি। ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ আর ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ৩৫ বছর বয়সী রাজ কুমার রাও এখন বলিউডের ব্যস্ততম অভিনয়শিল্পীদের একজন। সর্বশেষ ৬৪তম ফিল্মফেয়ারের মঞ্চে ‘বলিউডের বাদশাহ’ শাহরুখ খানের সঙ্গে উপস্থাপনা করেছেন রাজকুমার রাও। সেখানে শাহরুখ খান তাঁর কাছে জানতে চান, কী ধরনের সিনেমায় অভিনয় করা উচিত।

সম্প্রতি ফিল্মফেয়ারকে রাজ কুমার রাও ১০টি প্রশ্নের জবাব দিয়েছেন।

আপনার জীবনের থিম সং...
১৯৭৬ সালের হলিউডের ছবি ‘রকি’র ‘আই অব দি টাইগার’ গানটি।

অলস মস্তিষ্কে অ্যালার্জি রাজ কুমার রাওয়ের। ছবি: ইনস্টাগ্রাম
অলস মস্তিষ্কে অ্যালার্জি রাজ কুমার রাওয়ের। ছবি: ইনস্টাগ্রাম

কোন কাল্পনিক চরিত্র আপনার জীবনের সঙ্গে মিলে যায়?
আমার মনে হয় আলাদীনের জিন। সে সব ইচ্ছা পূরণ করতে পারে। আমিও ক্যামেরার সামনে অন্য যে কেউ হয়ে যেতে পারি। নিজেকে যেকোনো চরিত্র বানিয়ে ফেলতে পারি। আমি আমার ভালোবাসার মানুষদের সব ইচ্ছা পূরণ করতে চাই। ঠিক যেমনটা আলাদীনের জিন করে।

প্রেমের সম্পর্কে যে ভুলটি আপনি আর কখনোই করবেন না।

সম্পর্ক প্রচুর বোঝাপড়া দাবি করে। আমি এটা সব সময় মনে রাখতে চাই।

রাজের সেলফি। পেছনে উঁকি দিচ্ছেন প্রেমিকা পত্রলেখা। ছবি: ইনস্টাগ্রাম
রাজের সেলফি। পেছনে উঁকি দিচ্ছেন প্রেমিকা পত্রলেখা। ছবি: ইনস্টাগ্রাম

আপনাকে যাঁরা ঘৃণা করে, তাঁদের কী বলতে চান?
আমি আরও ভালো কাজ করতে চাই, যাতে আপনারা আমাকে কম ঘৃণা করেন।

সকালে উঠেই প্রথম যা করেন।
প্রার্থনা।

একটা কাল্পনিক জায়গার নাম বলেন, যেখানে আপনি এক সপ্তাহ থাকতে চান।
হ্যারি পটারের দুনিয়া

নিজের সম্পর্কে কোন গুজব শুনেছেন?
অনেকে মনে করেন, আমি নাকি বিবাহিত। এটাই। আর কোনো গুজব শুনিনি।

রাজকে রাগানো সহজ নয়। ছবি: ইনস্টাগ্রাম
রাজকে রাগানো সহজ নয়। ছবি: ইনস্টাগ্রাম

আপনার কিসে অ্যালার্জি?
অলস মস্তিষ্কে।

সহজে রেগে যান?
না। আমি খুব কমই রেগে যাই। আমাকে রাগানো সহজ নয়।

আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি?
৩টি, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ার সুযোগ পাওয়া। প্রথম ছবি ‘লাভ, সেক্স অ্যান্ড ধোঁকা’র (২০১০) জন্য চুক্তিবদ্ধ হওয়া। আর ‘শহীদ’ (২০১৩) ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া।