'যা শুনছেন, তা সত্যি'

এর আগেও ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে একসঙ্গে পর্দা ভাগ করেছেন শাহরুখ খান ও আলিয়া ভাট। ছবি: প্রিন্টারিস্ট
এর আগেও ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে একসঙ্গে পর্দা ভাগ করেছেন শাহরুখ খান ও আলিয়া ভাট। ছবি: প্রিন্টারিস্ট

আগেই শোনা গিয়েছিল, প্রথমবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে পর্দা ভাগ করবে রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটি। আর এখানেই দেখা দেবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এখানে শাহরুখ খানকে দেখা যাবে যাত্রাপথের সাহায্যকারী হিসেবে। শাহরুখের চরিত্র সম্পর্কে এর বেশি কিছু আসেনি গণমাধ্যমে। শাহরুখ খান এই ছবির শুটিং শুরু করেছেন গতকাল বৃহস্পতিবার থেকে। ই টাইমস আর ফিল্মফেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

যদিও ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের শুরু থেকেই সেটের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তবে এই ছবির শুটিং থেকে শাহরুখ খানের কোনো ছবি পাওয়া যায়নি। শুটিং সেট থেকে যতীন নামের একজন গতকাল রাত ১১টায় টুইটারে লিখেছেন, ‘যা শুনছেন, তা সত্যি। এখন শাহরুখ শট দিচ্ছেন।’

অয়ন মুখার্জি পরিচালিত পৌরাণিক ট্রিলজির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’। এখানে শাহরুখ খানকেও দেখা যাবে একটি বিশেষ পৌরাণিক চরিত্রে। তাঁর চরিত্রের দৈর্ঘ্য বা ব্যাপ্তি খুব বেশি নয়। এই ছবিতে আরও দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায় ও ডিম্পল কাপাডিয়াকে। ২০২০ সালের সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাবে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে অমিতাভ বচ্চনের সেলফি। ছবি: ইনস্টাগ্রাম
‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে অমিতাভ বচ্চনের সেলফি। ছবি: ইনস্টাগ্রাম

আলিয়া ভাটের সঙ্গে পরিচালক অয়ন মুখার্জি এবারই প্রথম কাজ করছেন। তবে অয়ন মুখার্জির প্রথম দুটো ছবি ‘ওয়েক আপ সিডস’ (২০০৯) ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ (২০১৩) ছবিতে ছিলেন রণবীর কাপুর। আর এই দুটো ছবিই সুপারহিট হয়েছে। দুটি ছবির জন্যই অয়ন মুখার্জি ফিল্মফেয়ার সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন আর জিতেছেন ‘ওয়েক আপ সিডস’। শাহরুখ খান এর আগে জানিয়েছেন, অয়ন মুখার্জি তাঁর প্রিয় পরিচালক।

অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীরের সঙ্গে কাজের অভিজ্ঞতার পর আলিয়া বলেছেন, ‘একজন অভিনেতা হিসেবে রণবীরকে আমি ভালোবাসি। পর্দায় সে দারুণ। অত্যন্ত শক্তিশালী, সৎ আর স্বয়ংসম্পূর্ণ। যখন আমরা একসঙ্গে কাজ করি, তখনো সেটা অনুভব করি। তাকে অভিনয় করতে দেখাও একটা দারুণ ব্যাপার। সে সব সময় আমাকে উৎসাহ দেয়। তার কাজের কৌশল আমাকে মুগ্ধ করে।’

অন্যদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করা নিয়ে বললেন, ‘বচ্চন স্যার (অমিতাভ বচ্চন) অত্যন্ত নিবেদিতপ্রাণ ও পেশাদার। তাঁর সঙ্গে কাজ করা মানে একটা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা, হাতে-কলমে শেখা। “ব্রহ্মাস্ত্র” শুধু একটি চলচ্চিত্র নয়, এটি আমার জন্য একটি অভিজ্ঞতার অর্জনের জায়গা।’