সেরা শিল্পীর সেরা নাটক

‘শেষ ভালোবাসা’ নাটকে তানজিন তিশা ও তাহসান। ছবি: সংগৃহীত
‘শেষ ভালোবাসা’ নাটকে তানজিন তিশা ও তাহসান। ছবি: সংগৃহীত

এটিএন বাংলা নাটক প্রচারে নতুন উদ্যোগ নিয়েছে। ‘সেরা শিল্পীর সেরা নাটক’ শিরোনামে এখন থেকে মাসে চারটি করে বিশেষ নাটক প্রচারের উদ্যোগ নিয়েছে তারা। এসব নাটকে ছোট পর্দার জনপ্রিয় তারকারা অভিনয় করবেন। প্রতি শনিবার রাত ৯টায় এই নাটক দেখানো হবে।

এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে এ ধরনের উদ্যোগের কথা ভাবছিলাম। কারণ, এখন নাটকের দর্শক অনেক কমে গেছে। ভালো শিল্পী ও ভালো নাটক প্রচার করে টেলিভিশন নাটকের দর্শক ফেরাতে চাই। কারণ, ছোট পর্দায় দর্শকের বিনোদনের কেন্দ্রে থাকে নাটক।’

‘বিয়ের নাম বেদনা’ নাটকে আফরান নিশো ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত
‘বিয়ের নাম বেদনা’ নাটকে আফরান নিশো ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত

চলতি মাসে আগামী তিন শনিবার তিনটি নাটক দেখানো হবে। ১৬ নভেম্বর দেখা যাবে নাটক ‘শেষ ভালোবাসা’। তপু খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন তাহসান ও তানজিন তিশা। আফরান নিশো ও মেহ্জাবীন অভিনীত ‘ইনসিকিউরিটি’ প্রচারিত হবে ২৩ নভেম্বর। এর পরিচালক মহিদুল মহিন। ৩০ নভেম্বর দেখানো হবে রুবেল হাসানের পরিচালনায় ‘বিয়ের নাম বেদনা’ নাটকটি। এতে অপূর্ব ও তানজিন তিশা অভিনয় করেছেন।