বাংলাদেশের নাম শুনেই উচ্ছ্বসিত উর্বশী

পাগলপান্তি ছবির পোস্টার
পাগলপান্তি ছবির পোস্টার

বাংলাদেশের নাম শুনেই আনন্দে লাফিয়ে উঠলেন উর্বশী রৌতেলা। বাংলাদেশে যখনই গেছেন, তাঁর ভালো লেগেছে। পাঁচতারা হোটেলের এক আড্ডায় শুরুতেই উঠে এল বাংলাদেশের কথা। বাংলাদেশের একটি ছবিতে অতিথি শিল্পী হিসেবে উর্বশী কাজ করেছেন। এ প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেন, ‘আমি বাংলাদেশের ছবি পরবাসিনীর একটি গানে কাজ করেছি। প্রথমে আমি জানতাম না যে এটা বাংলাদেশের ছবি। তবে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা দারুণ।’

বাংলাদেশে কখনো গেছেন? এর জবাবে উর্বশী বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশে আমি গেছি। ওখানে আমার অনেক ভক্তের সঙ্গে দেখা করেছি। বাংলাদেশে যখনই গেছি, সবার অফুরন্ত ভালোবাসা পেয়েছি।’

উর্বশী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
উর্বশী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আনিস বাজমি পরিচালিত পাগলাপন্তি ছবিতে উর্বশী অভিনয় করেছেন। তাঁর উপস্থিতি এই কমেডি ছবির মোড় ঘুরিয়ে দেবে। ওয়েলকাম, নো এন্ট্রিসহ আরও সুপারহিট ছবির পরিচালক আনিসের সঙ্গে কাজের সুযোগ পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত উর্বশী। এ প্রসঙ্গে বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘আনিস বাজমির মতো পরিচালকের ছবিতে কাজের সুযোগ পাওয়া আমার জন্য পরম সৌভাগ্যের। আমার বাবাও অত্যন্ত খুশি। প্রথমবার আমি এমন একটা ছবিতে কাজ করলাম, যা নিয়ে বাবা অনেক খুশি। কারণ, আমার চেয়েও তিনি আনিসের ছবির বড় ভক্ত। নো এন্ট্রি, ওয়েলকাম ছবিগুলো বাবা বারবার দেখেছেন। আমার ভাই তো প্রথমে আনন্দে লাফিয়ে উঠেছিল। অনিল কাপুরের মতো তারকার সঙ্গে কাজ করছি শুনে দারুণ খুশি হয়েছে। এই ছবি নিয়ে আমার পরিবার এত খুশি হয়েছে, যা দেখে আমার দারুণ লেগেছে।’

পাগলপান্তি ছবিতে উর্বশীকে দেখা যাবে ‘কাব্য’ নামের একটি চরিত্রে। এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ বলে জানালেন উর্বশী। আনিসের এই ছবিতে তিনি নাকি এক বড়সড় চমক দিতে চলেছেন। কী সেই চমক, তার জবাবে উর্বশী বলেন, ‘শ্রীদেবী ম্যামের চালবাজ ছবির সবচেয়ে সুপারহিট গানের পুনর্নির্মিত রূপ আছে এই ছবিতে। সেই গানেই নেচেছি আমি। এই গানের মাধ্যমেই ছবিতে আমার এন্ট্রি। আমি শ্রীদেবী ম্যামের অনেক বড় ভক্ত। এই গানের মাধ্যমে তাঁর প্রতি আমি শ্রদ্ধা জানাতে পারলাম।’

২২ নভেম্বর মুক্তি পাচ্ছে আনিস বাজমি পরিচালিত পাগলপান্তি। হাসি-মজায় ভরপুর এই ছবিতে অনিল কাপুর, জন আব্রাহাম, সৌরভ শুক্লা, আরশাদ ওয়ারশি, ইলিয়েনা ডিক্রজ, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দাসহ অনেকে অভিনয় করেছেন।