পার্বতীর সঙ্গে কৃতির মিল কোথায়

কৃতি শ্যানন ছবি: ইনস্টাগ্রাম
কৃতি শ্যানন ছবি: ইনস্টাগ্রাম

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এই মুহূর্তে তাঁর আগামী ছবি আশুতোষ গোয়ারিকর পরিচালিত পানিপথ–এর প্রচারণায় ব্যস্ত। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। এতে পার্বতী বাঈরূপে দেখা যাবে তাঁকে। পর্দার বাইরের কৃতির সঙ্গে পার্বতী বাঈয়ের কতটা মিল? এমন প্রশ্ন করা হয়েছিল। তারই জবাব প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে জানালেন কৃতি শ্যানন। তিনি বলেন, ‘আমি পার্বতী বাঈয়ের মতো মানসিকভাবে শক্ত। তবে তাঁর মনের জোর আমার চেয়ে আরও বেশি শক্তিশালী। অনেক সময় মেয়েদের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। মেয়েরা এটা পারবে না। ওই কাজটা মেয়েদের জন্য নয়। আমার তখন ভীষণ রাগ হয়। যারা এমন কথা বলে, তাদের রীতিমতো দু–চারটে কথা শুনিয়ে দিই। এই ছবিতেও আমার এ রকমই একটি দৃশ্য আছে।’

চরিত্রটির মাধ্যমে নারীর সাহসের বিষয়টি উঠে এসেছে। কৃতি বলেন, ‘পার্বতী বাঈ সেই সময়ের নারী হয়েও প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত সাহসী ছিলেন। এ ব্যাপারে অবশ্য আমি পিছিয়ে। আমি নিজের ভালোবাসার কথা তার মতো করে বলতে পারব না।’

ঐতিহাসিক এই ছবিতে কৃতির বিপরীতে দেখা যাবে অর্জুন কাপুরকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, জিনাত আমন, পদ্মিনী কোলাপুরেসহ আরও অনেকে।