মিথিলাকে সৃজিত, 'খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়'

ফেসবুকে মিথিলাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া স্ট্যাটাসে সৃজিত মুখার্জি এই ছবিটা দিয়েছেন
ফেসবুকে মিথিলাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া স্ট্যাটাসে সৃজিত মুখার্জি এই ছবিটা দিয়েছেন

প্রথম আলোকে আজ শুক্রবার সকালে মিথিলা বলেছেন, ‘আজ সন্ধ্যায় সৃজিত আর আমার বিয়ে। একেবারেই ঘরোয়াভাবে। শুধু রেজিস্ট্রি হবে।’ তিনি এখন আছেন কলকাতায়। জানালেন, আজ সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় এই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একবারেই ঘরোয়া আয়োজন। দুই পরিবারের মানুষজন আর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু থাকবেন। বিয়ের পর বাইরে একটি হোটেলে সবাই মিলে রাতের খাবার খাবেন।

এদিকে বিয়ের আগে আজ দুপুরে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। তাঁর ‘জাতিস্মর’ (২০১৪) ছবিতে কবীর সুমন একটি গান গেয়েছিলেন। সেই গানের স্থায়ী অংশ আর সঙ্গে মিথিলার সঙ্গে তাঁর একটি ছবিও দিয়েছেন। তিনি লিখেছেন—

‘প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...’

‘খোদার কসম জান’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন কবীর সুমন। আজ বিয়ের দিন মিথিলাকে শুভেচ্ছা জানানোর জন্য এই গানের কথাগুলোকে শতভাগ যথার্থ বলে মনে করেছেন সৃজিত মুখার্জি। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ, যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, আবির চ্যাটার্জি প্রমুখ। ছবিটি চারটি বিভাগে ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।

এদিকে আজ বিয়ের সাজগোজ নিয়ে মিথিলা বললেন, ‘নিজেই সাজব। বিয়ের জন্য আড়ং থেকে জামদানি শাড়ি কিনেছি। আর সৃজিত পরবেন পাজামা, পাঞ্জাবি ও জহরকোট। এগুলো কলকাতা থেকে কেনা হয়েছে।’

মিথিলার বাবা-মা, ভাইবোন এখন আছেন কলকাতায়। মেয়ের হবু জামাইয়ের জন্য তাঁর বাবা কী উপহার নিয়ে গেছেন? মিথিলার বললেন, ‘উপহার দেওয়া-নেওয়া তো অনেক দিন আগে থেকেই হচ্ছে। কিছুদিন আগে সৃজিত ঢাকা গিয়েছিল। তখনো ওর জন্য অনেক কেনাকাটা হয়েছে। এবার আসার সময় আব্বু চারটা ইলিশ মাছ এনেছেন। প্রতিটির ওজন ২ কেজি। এখানে সবাই পদ্মার ইলিশের দারুণ ভক্ত।’

সৃজিত আর মিথিলা বিয়ে নিয়ে কবে থেকে ভাবছেন? মিথিলা বললেন, ‘অনেক দিন থেকেই কথা হচ্ছে। আসলে এগুলো আমরা সবাইকে জানাতে চাইনি। বিষয়টা একেবারেই আমাদের ব্যক্তিগত। সেভাবেই রাখতে চেয়েছি। অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। এভাবেই আলাপ, একসময় বিয়ের ব্যাপারটাও সামনে চলে আসে।’