ভারতীয় পাসপোর্টের জন্য অক্ষয়ের আবেদন

ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম
ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম

৫২ বছর বয়সী অক্ষয় কুমারের আরেক নাম হিট মেশিন। এই ‘তকমা’ পেতে তাঁর জীবনের অনেকটা সময় বিলিয়ে দিতে হয়েছে বলিউডে। একসময় এমন ছিল, অক্ষয় কুমারের পরপর ১৪টি ছবি ফ্লপ। তখন হতাশায় একেবারে মুষড়ে পড়েছিলেন তিনি।

তখন কানাডাপ্রবাসী এক বন্ধুকে ফোন করেন। বন্ধু বললেন, ‘চিন্তা করিস না দোস্ত। আমি আছি। দুজনে মিলে কিছু একটা করবই।’

সেই বন্ধু কানাডার পাসপোর্টের ব্যবস্থা করে দেন অক্ষয় কুমারকে। সেখানে কিছুদিন কাজও করেছেন অক্ষয় কুমার। কী মনে করে ১৫ নম্বর ছবিটিও করলেন। কোনো আশা ছিল না। কিন্তু সেই ছবিই এই বলিউড তারকার জীবন বদলে দেয়। সুপারহিট হয় ছবিটি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি অক্ষয় কুমারকে। কিন্তু কানাডার সেই পাসপোর্ট তিনি হারাতে চাননি। এদিকে ভারত আবার দ্বৈত নাগরিকত্ব দেয় না।

এবার ভারতের লোকসভা নির্বাচনের সময় প্রশ্ন উঠেছে, অক্ষয় কুমার কোন দেশের নাগরিক? কারণ, তিনি ভোট দেননি। তখন জানা যায়, তিনি ভারতের নাগরিক নন, তিনি কানাডার নাগরিক। কানাডার প্রশাসন তাঁকে সাম্মানিক নাগরিকত্ব প্রদান করেছে। তাঁর কাছে কানাডার পাসপোর্ট আছে। তিনি সেই পাসপোর্ট ছাড়তে চান না।

‘গুড নিউজ’ ছবির দৃশ্যে কারিনা কাপুর খান ও অক্ষয় কুমার। ছবি: ইউটিউব থেকে নেওয়া
‘গুড নিউজ’ ছবির দৃশ্যে কারিনা কাপুর খান ও অক্ষয় কুমার। ছবি: ইউটিউব থেকে নেওয়া

এর জন্য কম কটু কথা শুনতে হয়নি অক্ষয়কে। লোকসভা নির্বাচনের সময় তাঁকে নিয়ে রীতিমতো ট্রল শুরু হয়। দেশ নিয়ে কোনো কথা বললেই মানুষ ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। তাদের মতে, ‘যে দেশের নাগরিকই না, সে আবার কেন দেশের বিষয় নিয়ে কথা বলতে আসে!’

এ ঘটনায় ক্ষুব্ধ হন অক্ষয় কুমার। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি কোন দেশের নাগরিক, তা নিয়ে হঠাৎ কিছু মানুষের এত উৎসাহ দেখে অবাক হচ্ছি। তাঁরা আমাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করছেন। আমার কানাডার পাসপোর্ট রয়েছে, এ কথা কখনো লুকিয়েছি কিংবা অস্বীকার করেছি? গত সাত বছরে আমি একবারও কানাডা যাইনি। আমি ভারতে কাজ করছি। আমি এবং আমার পরিবার এখানেই আছি। ঠিক সময়ে আমি যাবতীয় ট্যাক্স পরিশোধ করছি।’

‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান ও অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান ও অক্ষয় কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এবার হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে, মানুষকে আর তাঁর নাগরিকত্ব নিয়ে কথা বলার সুযোগ দেবেন না অক্ষয় কুমার। ‘গুড নিউজ’ ছবি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অক্ষয় কুমার বলেছেন, ‘এত কিছুর পরও নিজেকে ভারতীয় হিসেবে প্রমাণ করার জন্য আমাকে প্রতিবার একটা ছোট্ট বই (পাসপোর্ট) দেখাতে হবে, এটা খুবই দুঃখজনক। আমার স্ত্রী, আমার সন্তান, আমরা সবাই ভারতীয়। আমি যদি কানাডীয় হতে চাইতাম, তাহলে তো ওদেরও কানাডার পাসপোর্ট থাকত।’ এ সময় তাঁর পাশে ছিলেন ছবিটির নায়িকা কারিনা কাপুর খান।

‘গুড নিউজ’ ছবির পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘গুড নিউজ’ ছবির পোস্টার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এরপর অক্ষয় কুমার জানান, তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আর খুব শিগগির তা হাতে পাবেন।