নৃত্যানুষ্ঠান ছন্দের বন্যা

>পাবনায় বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান ‘ছন্দের বন্যা’। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্থানীয় নবীন ও প্রবীণ নৃত্যশিল্পীরা। দেশাত্মবোধক, লোক ও আধুনিক গানের সঙ্গে ফুটে উঠে শিল্পীদের অভিব্যক্তি। ৬ ডিসেম্বরে পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রের ছবি নিয়ে ছবির গল্প
১ / ৮
একক, দ্বৈত ও সমবেত বিভিন্ন নৃত্যে সাজানো ছিল অনুষ্ঠান
একক, দ্বৈত ও সমবেত বিভিন্ন নৃত্যে সাজানো ছিল অনুষ্ঠান
২ / ৮
বড়দের সঙ্গে ছোটদের নৃত্যও ছিল প্রাণবন্ত
বড়দের সঙ্গে ছোটদের নৃত্যও ছিল প্রাণবন্ত
৩ / ৮
বিজয়ের মাস উপলক্ষে দেশাত্মবোধক গানকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল অনুষ্ঠানে
বিজয়ের মাস উপলক্ষে দেশাত্মবোধক গানকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল অনুষ্ঠানে
৪ / ৮
সন্ধ্যা থেকেই অনুষ্ঠান দেখতে আসেন দর্শকেরা
সন্ধ্যা থেকেই অনুষ্ঠান দেখতে আসেন দর্শকেরা
৫ / ৮
নাচ দেখে মুগ্ধ হন আগতরা
নাচ দেখে মুগ্ধ হন আগতরা
৬ / ৮
বিভিন্ন মুদ্রায় নৃত্য করেন শিল্পীরা
বিভিন্ন মুদ্রায় নৃত্য করেন শিল্পীরা
৭ / ৮
ধোঁয়ার মাঝে নৃত্য
ধোঁয়ার মাঝে নৃত্য
৮ / ৮
একক নৃত্য অনেককেই মুগ্ধ করে
একক নৃত্য অনেককেই মুগ্ধ করে