আদনান সামির ইচ্ছা পূরণ করলেন রুনা লায়লা

মুম্বাইয়ে আদনান সামির বাড়িতে রুনা লায়লা।  ছবি: সংগৃহীত
মুম্বাইয়ে আদনান সামির বাড়িতে রুনা লায়লা। ছবি: সংগৃহীত

আদনান সামির অনেক দিনের ইচ্ছা ছিল একটি বাংলা গান করার। সেই ইচ্ছা পূরণ করলেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। বরেণ্য এই গায়িকা সম্প্রতি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর সুর করা বাংলা গানে কণ্ঠ দিলেন আদনান সামি। শুধু তাই নয়, দ্বৈত কণ্ঠের এই গানটি তিনি গেয়েছেন রুনা লায়লার সঙ্গে। একে অনেক বড় ব্যাপার মনে করছেন আদনান সামি। এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।

আদনান সামির গাওয়া বাংলা গানের শিরোনাম ‘থাকো যখনই তুমি’। আজ বুধবার রাত আটটায় সিটি ব্যাংক ও প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে রুনা লায়লা ফিচারিং লেজেন্ডস ফর এভার অ্যালবামের এই গান। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।

গানটি সম্পর্কে এক ভিডিও বার্তায় আদনান সামি বলেন, ‘প্রথমেই বলতে চাই, এটাই হতে যাচ্ছে আমার গাওয়া প্রথম বাংলা গান। আমি খুবই খুশি। আমার জন্য সবচেয়ে সম্মানজনক ব্যাপার হচ্ছে, গানটি আমি মহান ও কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে গেয়েছি। তার চাইতেও বড় ব্যাপার, গানটির কম্পোজিশন তাঁরই করা।’

আদনান সামি বলেন, ‘রুনাজির সঙ্গে আমার অনেক পুরোনো সম্পর্ক। একবার রুনাজি আবুধাবিতে এসেছিলেন একটি কনসার্টে, তখন আমার বয়স ছিল ১০ বছর। ওই কনসার্টের শুরুতে আমি পিয়ানো বাজিয়েছিলাম। তিনি তখন আমাকে খুব আদর করেছিলেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটি বাংলা গান করার। এই গানের মাধ্যমে সেটি পূর্ণ হলো। আশা করছি, গানটি আপনাদের খুব ভালো লাগবে এবং খুব শিগগির আপনাদের সঙ্গে আমার ঢাকায় দেখাও হবে।’

রুনা লায়লা ও আদনান সামির গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। মডেল হয়েছেন শ্যামল মাওলা ও জুঁই।