জন্মদিনে লিফটে আটকা পড়লেন শাবনূর

শাবনূর।  ছবি: প্রথম আলো
শাবনূর। ছবি: প্রথম আলো

১৭ ডিসেম্বর ছিল অভিনয়শিল্পী শাবনূরের জন্মদিন। রাতে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করা হলে তিনি বলেন, ‘আমি তো লিফটে আটকে আছি।’ কতক্ষণ ধরে আটকে আছেন জিজ্ঞাসা করা হলে জানান, ‘৩০ মিনিটের বেশি হবে।’ দু–চার কথা বলার পরই ফোনের লাইন কেটে যায়। কিছুক্ষণ পর কথা হলে তিনি জানান, পরিবারের কয়েকজনকে নিয়ে লিফটে আটকে পড়েছিলেন।

শুধু ফেসবুকেই নয়, শাবনূর সারা দিন মুঠোফোনে খুদে বার্তা আর সরাসরি ফোনকলের মাধ্যমেও জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেন। গত মঙ্গলবার রাতে জন্মদিন উপলক্ষে গুলশানে একটি দাওয়াতে যাওয়ার সময় ইস্কাটনের বাসার ছয়তলা থেকে বের হতে গিয়ে লিফটে আটকে পড়েন। এ সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটা পর্যায়ে সবাই বের হয়ে আসেন। শাবনূর বলেন, ‘এক ভয়ংকর অভিজ্ঞতা হলো। আমার বান্ধবী কেঁদে ফেলেছে। সবাই একটা পর্যায়ে আতঙ্কিত হয়ে পড়ি। শুরুতে ভেবেছিলাম, বেশি সময় লাগবে না। পরে দেখি ভয়াবহ অবস্থা। শেষ পর্যন্ত বের হয়েছি।’

রাতে দাওয়াতে যাওয়ার সময় লিফটে আটকে গেলেও পুরোটা দিন খুব ভালো কেটেছে শাবনূরের। জন্মদিনে ১৫টি কেক কেটেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি তো অবাক, সবাই আমাকে এখনো এতটা ভালোবাসেন! জন্মদিনের প্রথম প্রহরে, আমার এক বান্ধবী আমাকে চমকে দেয়। অন্য কথা বলে আমাকে তাঁর বাসায় ডেকে নিয়ে বিরাট একটি কেক কাটে। সকাল থেকে তো ফোনে এসএমএস করেছে সবাই, কথাও বলেছে। সারা দিন বাসায় ছিলাম। অনেকে ফুল নিয়ে দেখা করতে এসেছেন। কেউবা নানা ধরনের উপহারও এনেছেন। আর কেক কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছি বলতে পারেন। তবে আমি অভিভূত, সবার এমন ভালোবাসায়।’
শাবনূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে সপ্তাহ দুয়েক আগে দেশে ফিরেছেন।