প্রচারণায় ব্যস্ত জয়া, প্রসেনজিতের প্রশংসা

কলকাতায় রবিবার ছবির প্রচারের ফাঁকে জয়া আহসান ও প্রসেনজিৎ। ছবি: সংগৃহীত
কলকাতায় রবিবার ছবির প্রচারের ফাঁকে জয়া আহসান ও প্রসেনজিৎ। ছবি: সংগৃহীত

কলকাতার নতুন ছবি ‘রবিবার’ মুক্তি উপলক্ষে চার দিন ধরে প্রচারণায় ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশের জয়া আহসানের। কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সঙ্গে কথা বলছেন তিনি। ফেসবুক লাইভেও ছবিটি প্রসঙ্গে কথা বলছেন। প্রচারণায় সঙ্গী হিসেবে আছেন এই ছবির আরেক অভিনয়শিল্পী প্রসেনজিৎ। গতকাল শনিবার সন্ধ্যায় যখন জয়ার সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি কলকাতার বালিগঞ্জে প্রসেনজিতের বাড়িতে বসে টেলিগ্রাফ পত্রিকার সঙ্গে কথা বলছিলেন। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় অভিনয় করলেন জয়া ও প্রসেনজিৎ। প্রসেনজিৎ বাংলাদেশের অভিনয়শিল্পী জয়ার অভিনয়ের প্রশংসা করলেন।

২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অতনু ঘোষ পরিচালিত রবিবার। ছবিটি ‘রবিবারের সারা দিনের গল্প’ নিয়ে। দুই বন্ধুর দীর্ঘদিন পর এক রোববারে দেখা হওয়াকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। এই ছবিতে অমিতাভের ভূমিকায় প্রসেনজিৎ ও শায়নীর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান

জয়া জানান, প্রেক্ষাগৃহে মুক্তির দিন সন্ধ্যায় কলকাতার নন্দন মিলনায়তনে রবিবার ছবির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। জয়া বলেন, ‘এই কয় দিন কোনো শুটিং নেই। ছবিটির ব্যাপারে কথা বলছি, সাক্ষাৎকার দিচ্ছি, ছবিটি মুক্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছি। সবাই যেন ছবিটি প্রেক্ষাগৃহে এসে দেখেন, সেই বার্তাটাই পৌঁছে দিচ্ছি।’

ছবির গল্পটি আধুনিক মানুষদের খুব ভালো লাগবে বলে মনে করছেন জয়া। তিনি বলেন, খুবই সমসাময়িক গল্প। দুটো চরিত্রের ওপর পুরো ছবিটা দাঁড়িয়ে আছে।

জয়া আহসানের সঙ্গে যখন কথা হচ্ছিল, পাশেই ছিলেন প্রসেনজিৎ। প্রথম আলোকে তিনি বলেন, ‘একেবারে ভিন্ন ঘরানার সিনেমা। আমাদের দর্শকেরা তো এই ধরনের ছবি দেখতে চান। সব মিলিয়ে আমরা সবাই বেশ রোমাঞ্চিত।’

কথায় কথায় জয়ার অভিনয়ের প্রশংসা করতে ভোলেননি প্রসেনজিৎ। তিনি বলেন, ‘এই ছবিটা দুটো চরিত্রের এক দিনের ঘটে যাওয়া গল্প নিয়ে, খুবই কঠিন চরিত্র। তবে দর্শকেরা মনে রাখবে। জয়া তো ফ্যান্টাস্টিক, এই ছবিতে নিজেকে উজাড় করে অভিনয় করেছে।’

ছবির পরিচালক অতনু ঘোষ জানিয়েছেন, এটি তাঁর অষ্টম ছবি। তাঁর ইচ্ছে ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়ার। তিনি বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি তৈরি করতে চান বলেও জানিয়েছেন।