মায়ের জন্মদিনে বাজানো হামিনের গিটার নিলামে

হামিন আহমেদ। ছবি: প্রথম আলো
হামিন আহমেদ। ছবি: প্রথম আলো

নিজেদের ব্যান্ড মাইলস-এর ৪০ বছরপূর্তি উপলক্ষে নিলামে উঠছে হামিন আহমেদের বাজানো গিটার। দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় এই শিল্পীর বাজানো গিটারের ভাগ্যবান মালিক হওয়ার সুযোগ শেষ হচ্ছে আজ সোমবার। সাত দিন ধরে চলতে থাকা এ নিলামের আজই শেষ দিন বলে জানালেন হামিন।

সাত বছর আগে ওভেশন ইলেকট্রো অ্যাকুস্টিক গিটারটি কেনার পর মা ফিরোজা বেগমের সামনে পারফর্ম করেছিলেন ছেলে হামিন আহমেদ। অস্ট্রেলিয়ার পার্থে সেদিন নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমকে সংবর্ধিত করা হয়। মায়ের সামনে সেবারই প্রথম এই গিটার হাতে পারফর্ম করেন হামিন আহমেদ। নিজেদের ব্যান্ড মাইলসের চার দশকপূর্তি উপলক্ষে গিটারটি নিলামে তোলা হয়েছে। নিলামের পুরো টাকা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় হবে।

হামিন আহমেদ জানান, জাগো ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে গিটারটি নিলামে তোলা হয়।

দেশের অন্যতম ব্যান্ড মাইলস পার করছে প্রতিষ্ঠার চার দশক। এ উপলক্ষে গেল ছয় মাসে দেশের বাইরের বেশ কয়েকটি কনসার্টে অংশ নেয়। ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শেষ হচ্ছে চার দশকপূর্তির কনসার্ট।

হামিন আহমেদ জানান, এ গিটার ‘প্রতিচ্ছবি’ ও ‘প্রতিচ্ছবি ডিলাক্স’ অ্যালবামের গান তৈরিতে ব্যবহৃত হয়। ‘এটি আমার খুব প্রিয় গিটারের একটি। শুধু সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে নিজেদের যুক্ত করার ইচ্ছে থেকে চার দশক উদ্যাপনে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

হামিন আহমেদের ব্যবহার করা এ গিটারে থাকবে ব্যান্ডের অন্য সদস্যদের অটোগ্রাফও। হামিন জানান, ‘নিলামের পুরো টাকা সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে আমরা ব্যয় করব। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে।’