মোবারক হোসেন খানের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজন

প্রয়াত সংগীতজ্ঞ মোবারক হোসেন খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবে। ছবি:সংগৃহীত
প্রয়াত সংগীতজ্ঞ মোবারক হোসেন খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবে। ছবি:সংগৃহীত

সংস্কৃতিচর্চার বহুমুখী কর্মপ্রবাহের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন জনরুচি, মনন ও মানবিক সাধনায় মাত্রা সঞ্চারে প্রয়াসী। সংগীত পরিচর্যা এই চর্চার মৌলিক অংশ। তারই ধারাবাহিকতায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গানের ঝরনাতলায়’ শীর্ষক গানের অনুষ্ঠান।

বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক রেজওয়ানুল কামাল চৌধুরী জানান, এ আয়োজনের প্রথম দিন প্রয়াত সংগীতজ্ঞ মোবারক হোসেন খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবে। দ্বিতীয় দিন গানের আসর রয়েছে ‘প্রাণের খেলা’। শেষ দিন দুটি একক অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান রয়েছে।

প্রথম দিন বৃহস্পতিবার ‘বৈঠক’ বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিল্পীদের পরিবেশনা। এর মধ্যে সারেঙ্গিবাদনে শৌণক দেবনাথ, তবলায় অঞ্জন সরকার, যুগল সরোদবাদনে ইলহাম ফুলঝুরি খান এবং ইসরা ফুলঝুরি খান, তবলায় রতন কুমার দাশ, খেয়াল পরিবেশনায় কানিজ হুসনা আহম্মাদী, তবলায় প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে টিংকু শীল, তবলায় প্রশান্ত ভৌমিক অংশ নেবেন। এদিন অতিথিশিল্পী হিসেবে সেতারবাদনে অংশ নেবেন রীনাত ফৌজিয়া।

বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গানের ঝরনাতলায়’ শীর্ষক গানের অনুষ্ঠান।
বেঙ্গল শিল্পালয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গানের ঝরনাতলায়’ শীর্ষক গানের অনুষ্ঠান।

দ্বিতীয় দিন শুক্রবার রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন শ্রাবণী মজুমদার, বুলবুল ইসলাম ও মিতা হক। তৃতীয় দিন শনিবার রয়েছে দুটি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। এর মধ্যে মোস্তাফিজুর রহমানের ‘যে আমায় কাঁদায়’ অ্যালবামটি সাজানো হয়েছে রবীন্দ্রসংগীত নিয়ে। সুরসাগর হিমাংশু দত্ত সুরারোপিত বিরহ-মিলনগীতি নিয়ে ‘চামেলি তোমারই চাঁদ’ শিরোনামের অ্যালবামে গান গেয়েছেন সংগীতশিল্পী শারমিন সাথী ইসলাম। অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করবেন প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।