কাল 'কাঠবিড়ালী' ও 'মায়া: দ্য লস্ট মাদার'

মায়া: দ্য লস্ট মাদার ছবিতে প্রাণ রায় ও জ্যোতিকা জ্যোতি
মায়া: দ্য লস্ট মাদার ছবিতে প্রাণ রায় ও জ্যোতিকা জ্যোতি

আগামীকাল দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একটি কাঠবিড়ালী, অন্যটি মায়া: দ্য লস্ট মাদার

বর্তমান সময়ে একজন বীরাঙ্গনার জীবন, সংসার ও অতীত নিয়ে মায়া: দ্য লস্ট মাদার ছবির গল্প। ছবিটি বাংলাদেশ সরকারের অনুদানে তৈরি হয়েছে। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কবি কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ অবলম্বনে এর কাহিনি রচনা, সংলাপ নির্মাণ ও পরিচালনা করেছেন মাসুদ পথিক। পরিচালক জানান, ছবিটি ১৫ থেকে ২০টি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা আছে। এরই মধ্যে ১০টি চূড়ান্ত হয়েছে।

বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেত্রী নার্গিস। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, মুমতাজ সরকার (ভারত), দেবাশীষ কায়সার, কামাল চৌধুরী, আসলাম সানী, ঝুনা চৌধুরী প্রমুখ।

কাঠবিড়ালী ছবিটি একটু ভিন্নভাবে মুক্তি পাচ্ছে। ছবির শুটিং হয়েছে পাবনার গজারমারা গ্রামে। আগামীকাল ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সেখানে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে। কালই একটি প্রেক্ষাগৃহে বিশেষভাবে মুক্তি পাবে ছবিটি। এর পরিচালক নিয়ামুল মুক্তা জানান, আগামী ১৭ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পাবে কাঠবিড়ালী। প্রেমের সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে ছবিটির চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। এ ছবিতে অভিনয় করেছেন স্পর্শিয়া, আবির, শাওন, সজিব প্রমুখ।