কবরীর সিনেমায় সংগীত পরিচালক সাবিনা ইয়াসমীন

কবরী ও সাবিনা ইয়াসমীন।  ছবি: প্রথম আলো
কবরী ও সাবিনা ইয়াসমীন। ছবি: প্রথম আলো

চমকজাগানিয়া কথা শোনালেন বরেণ্য অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী। জানালেন, তাঁর নতুন ছবিতে সংগীত পরিচালক হিসেবে দেখা যাবে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে। গত মঙ্গলবার রাতে জানা গেল এই খবর। গতকাল বুধবার দুপুরে সাবিনা ইয়াসমীনও খবরটির সত্যতা নিশ্চিত করেন। কবরী পরিচালিত এই তুমি সেই তুমি সিনেমার সংগীত পরিচালনা করবেন সাবিনা ইয়াসমীন।

জহির রায়হানের আগুন নিয়ে খেলা ছবিতে ১৯৬৭ সালে আলতাফ মাহমুদের সুরে ‘মধু জোছনার দীপালি’ গান দিয়ে যাত্রা শুরু সাবিনা ইয়াসমীনের। এরপর পেরিয়ে গেছে ৫২ বছর। গায়কিকেই প্রাধান্য দিয়েছেন। এবার নতুন বছরে তিনি আত্মপ্রকাশ করবেন সংগীত পরিচালক হিসেবে। অনেক অনুরোধের পরে কবরী তাঁর সিনেমার সব গানের সংগীত পরিচালনা করাতে রাজি করিয়েছেন সাবিনাকে।

সাবিনা ইয়াসমীন ও কবরীর বন্ধুত্ব চার দশকের বেশি সময়ের। সাবিনার গাওয়া অসংখ্য গানে সিনেমার পর্দায় ঠোঁট মিলিয়েছেন কবরী। এবার কবরীর ছবিতেই সাবিনা ইয়াসমীন সংগীত পরিচালনার দায়িত্ব নিলেন। তবে এবারই প্রথম পাননি সংগীত পরিচালনার প্রস্তাব। রাজি হননি তিনি। বন্ধু কবরীর অনুরোধ ফেলতে পারেননি। রাজি হলেন অবশেষে। ‘শুধু বন্ধুত্ব নয়, কবরী আমার গাওয়া অসংখ্য সিনেমার গানে ঠোঁট মিলিয়েছে। হাজারের তো বেশি হবে। বেশ কিছুদিন ধরে বলছিল। শুরুতে আমি না করছিলাম। শেষ পর্যন্ত অনুরোধ ফেলতে পারিনি’, বললেন সাবিনা ইয়াসমীন।

দীর্ঘ সংগীতজীবনে অনেক বরেণ্য সংগীত পরিচালকের সান্নিধ্যে গান গেয়েছেন। তাঁর গায়কি দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার তাঁর সংগীত পরিচালনায় গাইবেন অন্য শিল্পীরা। কেমন লাগছে ব্যাপারটা? সাবিনা ইয়াসমীন বলেন, ‘আমার সুর ও সংগীতে অন্য শিল্পীরা গাইবেন, ভাবতেই ভীষণ আনন্দ লাগছে। একেবারেই নতুন অভিজ্ঞতা হবে। সত্যিই রোমাঞ্চকর ব্যাপার ঘটতে যাচ্ছে। নতুন বছরে গান তৈরির কাজ শুরু হবে। কোনো চাপ লাগছে না। পরিচালক যেহেতু কবরী, আমি আমার কাজটা স্বাধীনমতো করতে পারব। পরিচালকের পছন্দের ব্যাপার তো থাকবেই। সব মিলিয়ে ভালোই হবে বলে মনে হচ্ছে।’

কবরী বলেন, ‘চলচ্চিত্রের অনেক কিছু নিয়ে আমি গবেষণা করি। এই ছবি যখন করার সিদ্ধান্ত নিই, কাকে সংগীত পরিচালক হিসেবে নেব, তা নিয়ে অনেক ভেবেছি। কলকাতা ও ঢাকা—দুই জায়গা থেকেই চেষ্টা করেছি। একসময় ভাবলাম, আমাদের সময়ের কাউকে নেওয়া যায় কি না। দেখলাম, তাঁরা সবাই অসুস্থ। এরপর হঠাৎ মাথায় এল সাবিনা এক জীবনে এত গান গেয়েছে। এত এত গুণী সংগীত পরিচালকের সান্নিধ্য পেয়েছে। তাঁর সংগীতের মেধাও আমাকে মুগ্ধ করেছে। তাহলে কেন সাবিনা ইয়াসমীন হবে না? সে আমার ভালো বন্ধুও। তাঁকে আমি প্রস্তাব দিয়ে দেখি না। প্রস্তাব দিলাম। রাজি হচ্ছেই না। একটা সময় রাজি হয়েছে। যদিও গানগুলো নতুন প্রজন্মকে দিয়ে গাওয়াব। আমার গল্পের যে চাহিদা, তাতে সাবিনাই সবচেয়ে ভালো সংগীত পরিচালনা করতে পারবে।’

সাবিনা ইয়াসমীনকে নিয়ে কবরী আরও বলেন, ‘সাবিনার আরও আগে প্রয়োজন ছিল সংগীতজগতে পরিচালক হিসেবে কাজ করার। আমাদের সংগীতজগৎটা সমৃদ্ধ হতো। তাঁকে রাজি করাতে ভীষণ কষ্ট হয়েছে। তাঁকে বলেছি, তুমি করো। দেখবে ভালো লাগবে। গান তো অনেক করো। তোমার সুর ও সংগীতে অন্য শিল্পীরা গাইবে, উপলব্ধি কেমন হবে, দেখো না।’

আগামী ফেব্রুয়ারি মাসে কবরী শুটিং শুরু করবেন এই তুমি সেই তুমি সিনেমার। সরকারি অনুদানে নির্মিত এই ছবির চিত্রনাট্য তৈরির কাজ শেষ হয়েছে। সিনেমাটির মধ্য দিয়ে চার দশক পর আবার পর্দায় জুটি হবেন সোহেল রানা ও কবরী। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা কবরীর।