প্রচারণায় 'যৈবতী কন্যার মন' ছবির শিল্পীরা

যৈবতী কন্যার মন ছবিতে আব্দুন নূর ও সায়ন্তনী দত্ত।  ছবি: সংগৃহীত
যৈবতী কন্যার মন ছবিতে আব্দুন নূর ও সায়ন্তনী দত্ত। ছবি: সংগৃহীত

পয়লা বৈশাখে মুক্তি পেতে পারে যৈবতী কন্যার মন সিনেমাটি। বেশ আগেভাগেই প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন ছবির পরিচালক ও অভিনয়শিল্পীরা। ২২ ডিসেম্বর থেকে তাঁরা প্রচার চালাচ্ছেন ছবিটির।

সেলিম আল দীনের মঞ্চনাটক যৈবতী কন্যার মন অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। মূল গল্প ঠিক রেখে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নার্গিস আক্তার। ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ সরকারের অনুদানে।

নির্মাতা জানান, প্রায় ১০০ বছর আগের প্রেক্ষাপটে লেখা যৈবতী কন্যার মন-এর গল্প। আর তা নিয়ে সিনেমা তৈরি করতে সময় লেগেছে প্রায় দেড় বছর। পরিচালক নার্গিস আক্তার বলেন, ‘গল্পটি অনেক কঠিন। সিনেমাতে সহজভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছি। তা ছাড়া ১০০ বছর আগের প্রেক্ষাপটের লোকেশন বের করে কাজ করাও কঠিন ছিল।’

ছবির কালিন্দী চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত এবং আলাল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আব্দুন নূর। নূর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক বিভাগে স্নাতক ও সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। কলকাতার মঞ্চনাটকের পাশাপাশি জি-বাংলার সিরিয়ালেও অভিনয় করেন। যৈবতী কন্যার মন ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে দুজনেরই। ২১ ডিসেম্বর সায়ন্তনী দত্ত ছবির প্রচারে বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ছবি দিয়ে আমার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। ভালো লাগছে। ছবির প্রচার নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি। মনে হচ্ছে আমি কলকাতায়ই আছি। একই ভাষাভাষী। আচার–আচরণ একই রকম। সবাই আমাকে বেশ ভালোভাবে গ্রহণ করছেন।’

মাসখানেক আগেই কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন আবদুন নূর। তিনি বলেন, ‘আমি ২০১১ সাল থেকেই কলকাতায় থাকি। ওখানে লেখাপড়া শেষ করেছি। মঞ্চ ও টেলিভিশন নাটকে কাজ করছি। এখানকার ইন্ডাস্ট্রিতে এবারই প্রথম কাজের অভিজ্ঞতা। প্রচারণায় এসে সবার সঙ্গে পরিচয় হচ্ছে। সবাই সহযোগিতা করছেন।’

যৈবতী কন্যার মন ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ।