ফিল্ম ক্লাবের নির্বাচনে জয়ী অমিত হাসান

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ওমর সানী ও পপি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ওমর সানী ও পপি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ওমর সানী, পপি, রত্না, মাহমুদুল হক, জাহিদ হোসেন, সাফি উদ্দিন, রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন, আব্দুল্লাহ জেয়াদ। ২০২০ সালের জন্য এই এক বছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল সোমবার।

বাংলাদেশ ফিল্ম ক্লাবে এর আগে পাঁচবার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন অমিত হাসান। এবার প্রথম সভাপতি পদে তিনি নির্বাচিত হলেন। পেয়েছেন ২৪২ ভোট। বিজয়ী হওয়ার পর তিনি বলেন, ‘বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা ভালোবাসা দিয়ে নির্বাচিত করে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই ভালোবাসা রক্ষা করব।’

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ৩২৫ ভোটে পেয়ে কার্যকরী সদস্যপদে জয়ী হয়েছেন চিত্রনায়িকা পপি। তিনি বলেন, ‘প্রথম নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে ভালো লাগছে। বিজয়ীরা মিলে ফিল্ম ক্লাবকে আরও সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করব।’

রাজধানীর এফডিসিতে গতকাল সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। একজন সভাপতি ও ১০ জন কার্যনির্বাহী সদস্যের জন্য ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫১১ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩৯৪টি, বাতিল হয় ১৬টি।

নির্বাচনে ভোট দিতে আসেন সোহেল রানা, ডিপজল, মৌসুমী, শাবনূর, ডি এ তায়েব, পলি, সাইমনসহ অনেক শিল্পী।