নাটকের চিন্তাটি নতুন ও অভিনব

‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের একটি দৃশ্য। ছবি: প্রথম আলো
‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের একটি দৃশ্য। ছবি: প্রথম আলো

‘এম্পটি স্পেস’ মঞ্চ নাটকের একটি নতুন দল। গেল বছর ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দর্শকের সামনে এল দলটি। সেদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় দলটির প্রথম নাটক ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। পরদিন নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। আজ বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটির তৃতীয় প্রদর্শনী হবে। সাইমন জাকারিয়ার লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন নূর জামান।

নাটকের কেন্দ্রীয় চরিত্র একজন কবি, যিনি পূর্ণিমা রাতে সমাধিতে ফোটা ফুলের গন্ধে মাতোয়ারা হন, গেয়ে ওঠেন গান। সে রকম এক রাতে তাঁর গানে রোমিও আর জুলিয়েট এসে হাজির হন। কবি জুলিয়েটকে জানিয়ে দেন, রোমিও আসলে জুলিয়েটের আগে ভালোবাসতেন রোজালিনকে। তাকে দেখার জন্য বন্ধুদের সঙ্গে রাতের এক ভোজসভায় যান তিনি। সেখানেই জুলিয়েটের রূপে মুগ্ধ হয়ে রোমিও ভুলে যান রোজালিনকে। প্রেম হয় রোমিও-জুলিয়েটের। বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সাহায্য চান ফাদার ফ্রায়ারের। ফাদার গোপনে রোমিও-জুলিয়েটের বিয়ে দিয়েছিলেন। সত্য প্রকাশ না করে তিনি আবার প্যারিসের সঙ্গে জুলিয়েটের বিয়ে দিতে রাজি হয়েছিলেন। নিজের এ গোপন কর্মকে আড়াল করতে জুলিয়েটকে আত্মহত্যায় বাধ্য করেছিলেন ফাদার। কবি সেটাও মনে করিয়ে দেন। কবির এসব কাণ্ডে ফাদার আহ্বান জানান উইলিয়াম শেক্‌সপিয়ারকে। কবি শেক্‌সপিয়ারকেও ছাড়েননি। প্রশ্নবাণে জর্জরিত করে শেক্‌সপিয়ারের দ্য ট্র্যাজেডি অব রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের গঠন ভেঙে দেন।

বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। ছবি: প্রথম আলো
বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। ছবি: প্রথম আলো

নাট্যকার সাইমন জাকারিয়া বলেন, ‘দর্শকের চিন্তাকে নতুনভাবে উসকে দিতে এবং চেনাজানা বিষয়ের অচেনা ও অনাবিষ্কৃত পাঠ নির্মাণ করতে দুই যুগ আগে এই নাটকটি লিখি। এর প্রতিটি ঘটনার সঙ্গে আমাদের জীবন, সময় ও প্রকৃতি জড়িত। আমার বিবেচনায় এই নাটকের চরিত্রগুলো এখনো বর্তমান। তাঁরা প্রকাশ্যে বলেন এক কিন্তু গোপনে করেন আরেক। যেমন রোমিওর কথা ধরা যাক। তাঁর ধ্যান-জ্ঞানে ছিলেন রোজালিন, কিন্তু শেষ পর্যন্ত তিনি রোজালিনের থেকে মুখ ফিরিয়ে জুলিয়েটের প্রেমে মেতে ওঠেন, জুলিয়েট জানতেও পারেন না হঠাৎ তিনি যে পুরুষের প্রেমে মাতোয়ারা হয়েছেন, সে পুরুষ তাঁকে ভালোবাসতে ভোজসভায় আসেননি, তিনি এসেছিলেন রোজালিনকে ভালোবেসে।’

২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটকটি উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো
২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটকটি উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো

নাট্যকার সাইমন বলেন, এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি রচনার প্রায় দুই যুগ অতিবাহিত হয়েছে, কিন্তু ঢাকার কোনো নাট্য সংগঠন নাটকটি মঞ্চায়ন করার সাহসী উদ্যোগ গ্রহণ করতে পারেনি। তিনি মনে করেন, এই নাটকের চিন্তাটি নতুন ও অভিনব। হয়তো সে কারণেই এত দিনে এই নাটকের চিন্তাকে ঢাকার প্রতিষ্ঠিত কোনো নাট্য সংগঠন গ্রহণ করতে সক্ষম হয়নি। নতুন চিন্তার এই নাটক শেষ পর্যন্ত ঢাকার মঞ্চে প্রথমবারের মতো উপস্থাপনে উদ্যোগী হয়েছে এম্পটি স্পেস।

এ নাটকে অভিনয় করছেন গোলাম শাহরিয়ার, ফকির বিপ্লব, লোবা আহমেদ, গৌরাঙ্গ বিশ্বাস ও নূর জামান।