ঢাকায় পর্বতবিষয়ক চলচ্চিত্র উৎসব

দুই দফায় আটটি চলচ্চিত্র দেখানো হবে পর্বতবিষয়ক চলচ্চিত্র উৎসবে।
দুই দফায় আটটি চলচ্চিত্র দেখানো হবে পর্বতবিষয়ক চলচ্চিত্র উৎসবে।

শুক্রবার রাজধানীতে আয়োজিত হচ্ছে পর্বতবিষয়ক চলচ্চিত্র উৎসব। ‘ঢাকা পর্বত চলচ্চিত্র উৎসব ২০২০’ নামের এই আয়োজন নীলক্ষেতের রুহুল কুদ্দুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী উৎসবে বিভিন্ন দেশের আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবটি আয়োজন করেছে পাহাড়-পর্বতবিষয়ক কমিউনিটি প্ল্যাটফর্ম ‘অদ্রি’।

ঢাকা পর্বত চলচ্চিত্র উৎসবের আহ্বায়ক সালেহীন আরশাদী বলেন, ইট–পাথরের ঢাকায় বসে পর্বতকে চেনার শ্রেষ্ঠতম মাধ্যমগুলোর একটি হচ্ছে চলচ্চিত্র। এ লক্ষ্য সামনে রেখেই ঢাকা পর্বত চলচ্চিত্র উৎসবে শরীরচর্চা, স্কিইং, ট্রেকিং, রক ক্লাইম্বিং, সাইক্লিং, উদ্ধার অভিযানসংক্রান্ত তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দফায় আটটি চলচ্চিত্র দেখানো হবে। সকালের (১০টা থেকে দুপুর সাড়ে ১২টা) আয়োজনে ‘১২১’, ‘হর্স পিস্ত’, ‘সেফ হেভেন’ ও ‘দিস মাউন্টেইন লাইফ’ নামের চলচ্চিত্র দেখানো হবে। বিকেলের (সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা) আয়োজনে ‘রিটার্ন টু আর্থ’, ‘দ্য হাই রোড’, ‘দ্য নোজ স্পিড রেকর্ড’ ও ‘ইউনাইটেড স্টেটস অব জো’স’ দেখানো হবে। প্রতিটি পর্বের জন্য প্রবেশমূল্য ১০০ টাকা।