ছবির নাম নিয়ে আবারও বেকাদায় সালমান

ভারত ছবির দৃশ্যে সালমান খান। ছবি: ফেসবুক
ভারত ছবির দৃশ্যে সালমান খান। ছবি: ফেসবুক

প্রতিবছর ঈদ মানে বলিউড তারকা সালমান খানের নতুন ছবি। ২০২০ সালে তা ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’, আর ২০২১ সালে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এই ছবিতে ভাইজানের বিপরীতে অভিনয় করবেন কৃতি শ্যানন। এটিই হবে এই জুটির প্রথম ছবি। ফিল্মফেয়ারের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে।

সালমান খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দাবাং থ্রি’। ২০১৯ সালের ২০ ডিসেম্বর মুক্তির পর এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ২১১ কোটি রুপি। চলছে ২০২০ সালের ঈদের ছবির শুটিং। শুরুতে ঈদের ছবি হিসেবে এই ‘রাধে’ নাম নিয়েও বিতর্ক হয়েছিল। ‘দাবাং থ্রি’র মতো এই ছবিটিও পরিচালনা করছেন প্রভু দেবা। সালমান খানের সঙ্গে এই ছবিতে পর্দা ভাগ করবেন দিশা পাটানি, রণদীপ হুদা, জ্যাকি শ্রফ, জরিনা ওয়াহাবসহ আরও অনেকে। একটি আইটেম গানে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে।

সালমান খান অভিনীত ‘দাবাং থ্রি’র মতো ‘রাধে`’ছবিটিও পরিচালনা করছেন প্রভু দেবা। ছবি: ইনস্টাগ্রাম
সালমান খান অভিনীত ‘দাবাং থ্রি’র মতো ‘রাধে`’ছবিটিও পরিচালনা করছেন প্রভু দেবা। ছবি: ইনস্টাগ্রাম

এই ছবির শুটিংয়ের মাঝেই খবর এল পরের ছবির ঘোষণা। ১০ জানুয়ারি সালমান খান টুইটারে লেখেন, ‘আমার পরের প্রজেক্টের ঘোষণা...“কাভি ঈদ কাভি দিওয়ালি”। চিত্রনাট্য ও প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। পরিচালনা করবেন ফারহাদ সামজি। ছবিটি ২০২১ সালের ঈদে মুক্তি পাবে।’

টুইটটি পছন্দ করেছেন ৭০ হাজারেরও বেশি মানুষ। টুইটটি রিটুইট করা হয়েছে প্রায় ১০ হাজারবার। আর সাড়ে ৫ হাজারের বেশি মানুষ এই টুইটের বিষয়ে জানিয়েছেন তাঁদের মন্তব্য।

ছবির নাম শোনার সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে গেল। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামের পরিপ্রেক্ষিতে ‘হিট মেশিন’ অক্ষয় কুমারও ফোড়ন কাটতে ছাড়েননি। টুইটারে মজা করে লিখেছেন, ‘আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা, সালমান খান আর ফারহাদ সামজি। “কাভি ঈদ কাভি দিওয়ালি”র জন্য তোমাদের অভিনন্দন। ভালোবাসা আর শুভকামনা রইল।’ এরপরই লিখেছেন, ‘তবে আমার একটা পরামর্শ আছে। যদি এই ছবির সিক্যুয়েল করো, তবে নাম দিয়ো “কাভি ঈদ কাভি ক্রিসমাস”।’

২০২১ সালে সালমানের ঈদের ছবির নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। ছবি: ফেসবুক
২০২১ সালে সালমানের ঈদের ছবির নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। ছবি: ফেসবুক

উল্লেখ্য, সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা ও ফারহাদ সামজির পরিচালনায় ‘হাউসফুল ফোর’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবিটি বক্স অফিসে ২৮০ কোটির বেশি রুপি আয় করেছে।

প্রায় ৫০ হাজার মানুষ পছন্দ করেছেন অক্ষয় কুমারের এই টুইট। প্রায় ৪ হাজারবার রিটুইইট করা হয়েছে এই টুইট। অন্যদিকে সালমান–ভক্তদের অনেকেই এই নাম দেখে ভ্রু কুঁচকেছেন। বলেছেন, ‘এটা কোনো ছবির নাম হলো?’, ‘এ আবার কেমন নাম?’, ‘আসলেই ছবির নাম, নাকি মজা করছ?’। একজন তো লিখেছেন, ‘সালমান খানের টুইটার হ্যাকড হয়নি তো?’ আরেকজনের প্রশ্ন, এটা কি “কাভি খুশি কাভি গমে”র সিক্যুয়েল?’

২০১৯ সালের ঈদে মুক্তি পায় সালমান খান, ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, সুনীল গ্রোভার, টাবু ও আরও অনেকে অভিনীত ‘ভারত’। ১০০ কোটি রুপি খরচ করে বানানো ছবিটি বক্স অফিসে তুলে আনে ৩২৫ কোটি রুপি।