রাস্তা আটকে শাবানাকে নেওয়া হলো হাসপাতালে

শাবানা আজমি। ইনস্টাগ্রাম
শাবানা আজমি। ইনস্টাগ্রাম

মুম্বাই থেকে পুনেগামী রাস্তায় গাড়ি দুর্ঘটনায় গতকাল শনিবার দুপুরে গুরুতর আহত হন শাবানা আজমি। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাই দুর্ঘটনার পরে প্রথমে তাঁকে কাছের নবি মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে অন্ধেরীর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণগুলোর খবরে বলা হয়েছে, শাবানা আজমি নাক ও মাথার পেছনে আঘাত পেয়েছেন। দুই ঘণ্টা পরও মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এমন পরিস্থিতিতে ৬৯ বছরের এ অভিনেত্রী ও সমাজকর্মীকে অন্য হাসপাতালে নেওয়ার জন্য পুরো রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। মুম্বাই পুলিশের তৎপরতায় রাস্তা আটকে অত্যন্ত দ্রুততার সঙ্গে অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ রোববার দুপুরে ধীরুভাই আম্বানি হাসপাতালের প্রধান নির্বাহী জানিয়েছেন, শাবানা আজমির অবস্থা স্থিতিশীল। উনি পর্যবেক্ষণে রয়েছেন। সেখানে তাঁকে দেখতে সস্ত্রীক আসেন অনিল আম্বানি, ফারহান আখতার ও জোয়া আখতার, অনিল কাপুরসহ অনেকে।

শনিবার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো শাবানা আজমিময় হয়ে যায়। অভিনেত্রীর এমন দুর্ঘটনার পর রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনেতা-অভিনেত্রী-গায়ক-গায়িকা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শাবানা আজমির দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘গাড়ি দুর্ঘটনায় শাবানা আজমির আহত হওয়ার খবর শুনে আমি মর্মাহত। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাবানা আজমির দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই টুইট করে বলেন, ‘এই মাত্র খবরটা পেলাম! শাবানাজি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই চাই!’

শাবানা আজমিকে সড়ক দুর্ঘটনার পর গাড়ি থেকে নামাচ্ছেন স্থানীয়রা। ইনস্টাগ্রাম
শাবানা আজমিকে সড়ক দুর্ঘটনার পর গাড়ি থেকে নামাচ্ছেন স্থানীয়রা। ইনস্টাগ্রাম

সংগীতশিল্পী লতা মঙ্গেশকর লিখেছেন, ‘শুনে খুব খারাপ লাগছে। চাই শাবানা যাতে খুবই দ্রুত সুস্থ হয়ে ওঠেন!’

তরুণ অভিনেত্রী স্বরা ভাস্কর টুইটারে লেখেন, প্রার্থনা করছেন তিনি।

দুর্ঘটনাস্থলে আহত শাবানার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার অনুরোধ করেছেন শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ানেরা। বরুণ ধাওয়ান টুইটারে লেখেন, ‘সবার কাছে আবেদন, কেউ দুর্ঘটনায় আহত হলে সেই ছবি ছড়াবেন না। তাঁদের পরিবার-পরিজনের কাছে তা অত্যন্ত বেদনাদায়ক।’

আবার নেতিবাচক মন্তব্যও দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সম্প্রতি সরব হয়েছিলেন শাবানা। দুর্ঘটনার পরে ক্ষমতাসীন দলের সমর্থকেরা বর্ষীয়ান এই অভিনেত্রীকে অনলাইনে ‘ট্রল’ করতে শুরু করে। এমনও লিখেছেন কেউ কেউ ‘এ হলো কর্মফল।’