ঢাকার মঞ্চে বলিউডের নাচ

শামীম আরা নীপা নেতৃত্বে সমবেত নৃত্য । ছবি: সাবিনা ইয়াসমিন
শামীম আরা নীপা নেতৃত্বে সমবেত নৃত্য । ছবি: সাবিনা ইয়াসমিন

ঢাকার মঞ্চেই যেন দেখা গেল বলিউডের খ্যাতিমান নায়িকা মীনা কুমারী, মধুবালা, রেখা, শাবানা আজমি, মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোনের নাচগুলো। ঢাকার নৃত্যশিল্পীরা গতকাল শনিবার সন্ধ্যায় এই নায়িকাদের নাচগুলো উপস্থাপন করলেন। এই নাচগুলোর জন্য মানুষ মনে রেখেছে ‘বাজিরাও মাস্তানি’, ‘দেবদাস’, ‘খিলাড়ি’, ‘উমরাও জান’, ‘মুঘল-ই-আজম’ ও ‘পাকিজা’ ছবিগুলো।

কত্থক নাচের আয়োজন আইসিসিআর স্কলারস ইভিনিং ‘কত্থকের রং’। ছবি: প্রথম আলো
কত্থক নাচের আয়োজন আইসিসিআর স্কলারস ইভিনিং ‘কত্থকের রং’। ছবি: প্রথম আলো

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে হয়ে গেল, কত্থক নাচের আয়োজন আইসিসিআর স্কলারস ইভিনিং ‘কত্থকের রং’। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই নৃত্যানুষ্ঠানের পরিচালক শিল্পী শিবলী মহম্মদ জানান, পঞ্চাশের দশক থেকে এখন পর্যন্ত বলিউডের যে নাচগুলোর জন্য কিছু সিনেমা জনপ্রিয় হয়েছিল, সেই নাচগুলো ঠুমরি ও কত্থক আঙ্গিকের। সেগুলোর পরিচালক ছিলেন পণ্ডিত বিরজু মহারাজ ও তাঁর পূর্বপুরুষেরা। মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই ওই নাচগুলোর কিছু অংশকে একটু ভিন্ন আঙ্গিকে নৃত্যপ্রেমীদের সামনে উপস্থাপন করতে চেয়েছেন।

নৃত্যাঞ্চলের শতাধিক নৃত্যশিল্পী অনুষ্ঠানে অংশ নেন। ছবি: প্রথম আলো
নৃত্যাঞ্চলের শতাধিক নৃত্যশিল্পী অনুষ্ঠানে অংশ নেন। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে নাচ করেন শিবলী মহম্মদ, শামীম আরা নীপাসহ নৃত্যাঞ্চলের শতাধিক নৃত্যশিল্পী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাস, অভিনেত্রী সারাহ বেগম কবরীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

নাচগুলো ঠুমরি ও কত্থক আঙ্গিকের। ছবি: প্রথম আলো
নাচগুলো ঠুমরি ও কত্থক আঙ্গিকের। ছবি: প্রথম আলো