নিজেরটা সেরা, দাবি সাইফ আলী খানের

লাভ আজকাল (২০০৯) ও লাভ আজকাল (২০২০) ছবি দুটোর পোস্টার।
লাভ আজকাল (২০০৯) ও লাভ আজকাল (২০২০) ছবি দুটোর পোস্টার।

১৭ জানুয়ারি মুক্তি পেয়েছে সারা আলী খান ও কার্তিক আরিয়ান অভিনীত ‘লাভ আজকাল’ (২০২০) সিনেমার ট্রেইলার। মাত্র দুই দিনে এই ট্রেইলার দেখা হয়েছে ২ কোটির বেশিবার। যাঁরা দেখেছেন, তাঁদের একজন সারার বাবা, বলিউড তারকা সাইফ আলী খান। ইমতিয়াজ আলী পরিচালিত ২০০৯ সালের ‘লাভ আজকাল’ ছবিতে দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে অভিনয় করেছিলেন সাইফ আলী খান। ট্রেইলার দেখে তিনি জানিয়েছেন, তাঁর অভিনীত প্রথম ছবিটির ট্রেইলারই বেশি ভালো হয়েছিল।

সিনেমার প্রচারণায় কার্তিক ও সারা। ছবি: ইনস্টাগ্রাম
সিনেমার প্রচারণায় কার্তিক ও সারা। ছবি: ইনস্টাগ্রাম

ফিল্মফেয়ারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারতের জনপ্রিয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ‘স্যাকরেড গেমস’খ্যাত এই অভিনেতা বলেন, ‘আমার এখনো “লাভ আজকাল” ছবির শুটিংয়ের দিনগুলো স্পষ্ট মনে আছে।’ দুটো ছবির ট্রেইলারের তুলনা করতে বলা হলে সংক্ষেপে এই ‘তানহাজি’ তারকা বলেন, ‘আমার মনে হয়, আমার ছবির ট্রেইলারটাই বেশি ভালো ছিল। তবে আমি এই ছবির জন্য প্রত্যেককে শুভকামনা জানাই।’

সারা আলী খান বলিউডে তাঁর বাবা সাইফ আলী খানের উত্তরাধিকার চমৎকারভাবে বহন করছেন। তিনি কি বাবার ‘লাভ আজকাল’ ছবির উত্তরাধিকারও বহন করছেন? উত্তরে ৪৯ বছর বয়সী সাইফ আলী খান বলেন, ‘“লাভ আজকাল” তো আমার সম্পত্তি নয় যে উত্তরাধিকারের প্রশ্ন আসবে। বলা যায়, এটা ইনতিয়াজ আলীর ফ্র্যাঞ্চাইজি, আমি এর অংশ। সারার জন্য আজীবন আমার শুভকামনা থাকবে। সবকিছুর ওপরে ও আমার সন্তান।’

‘লাভ আজকাল’ (২০২০) ছবির শুটিংয়ে পরিচালনা ইমতিয়াজ আলীর (সবার ডানে) সঙ্গে সারা ও কার্তিক। ছবি: ইনস্টাগ্রাম
‘লাভ আজকাল’ (২০২০) ছবির শুটিংয়ে পরিচালনা ইমতিয়াজ আলীর (সবার ডানে) সঙ্গে সারা ও কার্তিক। ছবি: ইনস্টাগ্রাম

তবে সাইফ আলী খান যা-ই বলুন না কেন, ট্রেইলার রিলিজের পর ইউটিউব মন্তব্যের জায়গায় অনেকেই লিখেছেন, ‘লাভ আজকাল ওয়ানে সাইফ আলী খান, টুতে সারা আলী খান আর থ্রিতে থাকবে তৈমুর আলী খান।’

২০২০ সালের ভালোবাসা দিবসে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘লাভ আজকাল’। আর কার্তিক আরিয়ান জানিয়েছেন, ওই দিন তিনি সারা আলী খানকে নিয়ে ‘মুভি নাইটে’ যাবেন। দেখবেন এই সিনেমা।