'কাঁটা'র শুটিং শেষ, পোস্টের কাজ চলছে

কাঁটা ছবির দৃশ্যে অনিমেষ আইচ, তৃপ্তি রানীসহ আরও অনেকে।
কাঁটা ছবির দৃশ্যে অনিমেষ আইচ, তৃপ্তি রানীসহ আরও অনেকে।

প্রায় দুই বছর ধরে শুটিং করার পর শেষ হয়েছে কাঁটা ছবিটি। সম্পাদনার কাজও প্রায় শেষ। শিগগিরই শুরু হবে ডাবিং ও আবহসংগীতের কাজ। এমনটিই জানালেন ছবির পরিচালক টোকন ঠাকুর। ইতিমধ্যে এই ছবির পেছনে খরচ হয়ে গেছে ১ কোটি ১৬ লাখ টাকা।

টোকন ঠাকুর বলেন, ‘গল্পের প্রয়োজনে প্রায় দুই বছর সময় নিয়ে ছবির শুটিং করেছি। সম্পাদনার কাজ প্রায় শেষ। কিছু বাজেটের প্রয়োজন আছে। টাকা হাতে পেলেই ডাবিং ও আবহসংগীতের কাজ শুরু করব।’
কাঁটা মুক্তিযুদ্ধের ছবি। শহীদুল জহিরের গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্যও করেছেন পরিচালক টোকন ঠাকুর। ছবিতে ষাট, সত্তর ও নব্বই দশকের কিছু বিষয় উঠে এসেছে। ছবির ৮০ ভাগ শুটিং হয়েছে শহীদুল জহিরের বাসস্থান পুরান ঢাকায়। বাকি শুটিং হয়েছে মুন্সিগঞ্জ ও নরসিংদীতে। টোকন ঠাকুর জানান শুটিংয়ে যাওয়ার আগে প্রস্তুতি নিতেই সাড়ে তিন বছর সময় নিয়েছেন তিনি। নতুন শিল্পী খুঁজে বের করে তাঁদের নিয়ে মহড়া করতে সময় নিয়েছেন আরও ছয় মাস। এই নির্মাতা বলেন, ‘ছবিটিতে প্রায় ২০০ শিল্পী অভিনয় করেছেন। পাশাপাশি গল্পের সময়কাল ধরে লোকেশন, কস্টিউম বের করে আনতেও অনেক সময় ব্যয় হয়েছে।’

পরিচালক জানান ছবির ব্যাকগ্রাউন্ডে থাকবে ১০টি গান। এ জন্য ১০ জন নতুন শিল্পীর খোঁজ চলছে। কবে নাগাদ মুক্তি পাবে এই ছবি? এই প্রশ্নের জবাবে টোকন ঠাকুর বলেন, ‘পোস্টের কাজ শেষ হয়ে গেলেই সেন্সরে জমা দেব ছবিটি। ইচ্ছা আছে ২০২০ সালের এপ্রিলে মুক্তি দেওয়ার।’
কাঁটা ছবিতে অভিনয় করেছেন এস এম মহসিন, অনিমেষ আইচ, সিবু কুমার শীল প্রমুখ।
পুরান ঢাকার একটি বাড়ির প্রাচীন কুয়াকে ঘিরে তিনটি সময়কালের গল্প নিয়ে এ ছবির কাহিনি। ছবিটি নির্মাণে পরিচালক পেয়েছেন সরকারি অনুদান।