রবীন্দ্রনাথের এক নাটক থেকে আরেক নাটক

‘অরূপরতন’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
‘অরূপরতন’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ তাঁর ‘রাজা’ নাটক থেকে সংক্ষিপ্ত বিন্যাসে পুনর্লিখন করেছিলেন ‘অরূপরতন’ নাটকটি। এর মধ্য দিয়ে ব্যক্তির বিপরীতে সমষ্টি, বহু-বাহুল্যের বিপরীতে সাধারণ-নিরাভরণের কথা বলে পরমাত্মার সন্ধান লাভের আহ্বান জানিয়েছেন। মূলত এই সাধারণ ভাবনা নিয়েই নাটক ‘অরূপরতন’।

রবীন্দ্রনাথের এক নাটক থেকে রবীন্দ্রনাথের আরেক নাটক ‘অরূপরতন’। নাটকের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো উত্সব। সামাজিক জীবনে উত্সব মানেই সম্প্রীতি ও মিলন, যা সব সময় ক্ষমতার দুষ্টচক্রে বেড়ে ওঠা ‘ব্যক্তি’র পদ-পরিচয়কে গৌণ জ্ঞান করে সর্বজনীন চেতনাকে আহ্বান করে।

শনিবার ছিল নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। ছবি: সংগৃহীত
শনিবার ছিল নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। ছবি: সংগৃহীত

নাটকটির নির্মাণ পরিকল্পনায় বর্তমান যাপিত জীবনব্যবস্থায় বাংলার নগরায়তনিক নাট্যভাবনা, স্থানীয় নাট্যকলা ঐতিহ্য এবং রবীন্দ্রনাথের নাট্যভাবনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান। আর্ট সেন্টার প্রযোজিত এ নাটকের দ্বিতীয় প্রদর্শনী হলো শনিবার সন্ধ্যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কান্তা জামান, সাদিকা ইয়াসমিন, শরীফ সিরাজ, আমিনুর রহমান, রবিন বসাক, মো. শামীম আহমেদ, সজীব কুমার ওম, পি কে ফজল, শামীম শেখ, রনি দাস, বাদল হোসেন প্রমুখ।