ভালোবাসা দিবসে শাকিবের 'বীর'

শাকিব খান। ছবি: ফেসবুক।
শাকিব খান। ছবি: ফেসবুক।

রায়হান রাফির ‘পরান’ ও নাদের চৌধুরী ‘জ্বীন’ ভালোবাসা দিবসে মুক্তির কথা ছিল। দুটি ছবিরই মুক্তি পিছিয়ে গেছে। এখন একমাত্র শাকিব খান-বুবলী অভিনীত ‘বীর’ ১৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবির শুটিং, ডাবিং শেষ। এখন ইমন সাহা ছবিটির আবহসংগীতের কাজ করছেন।

ছবিটির প্রযোজক শাকিব খান নিজেই। ১৪ ফেব্রুয়ারি ‘বীর’ মুক্তির সম্ভাবনার কথা জানিয়ে ঢাকাই ছবির এই নায়ক বলেন, ‘ছবির আবহসংগীতের কাজ শিগগির শেষ হবে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকে সেন্সরে জমা দিতে পারব। সেন্সর ছাড়পত্র হাতে না আসা পর্যন্ত বলা মুশকিল। তারপরও আশা আছে ১৪ ফেব্রুয়ারি মুক্তি দিতে।’

বেশ আগে থেকে ‘বীর’-এর হল বুকিং শুরু হয়ে গেছে। কতগুলো হলে চলবে বীর—জানতে চাইলে শাকিব খান বলেন, অনেক হল বন্ধ হয়ে গেছে। ‘বীর’ মুক্তি পেলে অনেক বন্ধ হল খুলবে। শতাধিক হলে মুক্তির কথা।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে বড় ছবি মুক্তি পাওয়া দরকার। তা না হলে প্রেক্ষাগৃহ বাঁচানো যাবে না। বীর-এর পরপরই ক্যাসিনোসহ আরও বেশ কয়েকটি বড় ছবি আসবে। এতে করে আগামী ঈদ পর্যন্ত প্রেক্ষাগৃহগুলো কিছুটা হলেও ঠিকে থাকবে।’
এদিকে ‘বীর’-এরপর আগামী ঈদের ছবি খবর জানিয়েছেন শাকিব খান। ফেব্রুয়ারি থেকে ঈদের ছবির কাজ শুরু করার কথা বলেছেন তিনি। তবে নিজের ঘরের ছবি নাকি অন্য প্রযোজকের ছবি, তা এখনো জানাননি এই নায়ক।