যে কারণে জাহ্নবীর মন খারাপ হয়

বিষণ্নতার জন্য জাহ্নবী দায়ী করলেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। ছবি: ইনস্টাগ্রাম
বিষণ্নতার জন্য জাহ্নবী দায়ী করলেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। ছবি: ইনস্টাগ্রাম

জীবনের অনেক বড় দুঃখকে জয় করেছেন বলিউডের ‘ধড়ক’খ্যাত তারকা জাহ্নবী কাপুর। মা হারানোর বেদনা হৃদয়ে নিয়েই জীবনের পথে সামনে এগিয়েছেন। তবে কখনোই তিনি মানসিক অবসাদে ভোগেননি। তবে ছোট ছোট বিষয় নিয়ে নাকি খুবই দুঃখ পান এই বলিউড তারকা।

সম্প্রতি এক অনুষ্ঠানে জাহ্নবী মানসিক অবসাদ বিষয়ে কথা বলেন। তিনি মনে করেন, আমরা যে সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, এই সময়ে বিষণ্নতা (ডিপ্রেশন) সমাজের অনেক বড় সমস্যা। আর ক্যানসারের মতো এটাও প্রাণঘাতী রোগ। পৃথিবীর বুকে মানসিক অবসাদগ্রস্ত মানুষের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। আর এর প্রধান কারণ হিসেবে জাহ্নবী দায়ী করেন সামাজিক যোগাযোগমাধ্যমকে।

শ্রীদেবী–কন্যা এ প্রসঙ্গে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা নিজেদের প্রকাশ করতেই ব্যস্ত থাকি। আর সেটা করতে করতেই হারিয়ে যাচ্ছে মানুষের জীবনের স্বাভাবিক ছন্দ। ক্রমে দূরে সরে যাচ্ছে কাছের মানুষ। আগে মানুষ নিজের পরিবার, বন্ধু, প্রতিবেশীর সঙ্গে গল্পগুজব করে সময় কাটাত। আর এখন মানুষের সঙ্গী সোশ্যাল মিডিয়া।’

জাহ্নবী বলেছেন, মানুষের সঙ্গী এখন সোশ্যাল মিডিয়া। ছবি: ইনস্টাগ্রাম
জাহ্নবী বলেছেন, মানুষের সঙ্গী এখন সোশ্যাল মিডিয়া। ছবি: ইনস্টাগ্রাম

জাহ্নবী ওই আয়োজনে আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আসার পর কাছের মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে যাচ্ছে। নিজের মনের কথা বলার মতো কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। আর তাই সামাজিক যোগাযোগমাধ্যমই বিষণ্নতার শিকড় বলে মনে করি।’

জাহ্নবী কখনো মানসিক অবসাদগ্রস্ত হননি বলেও জানান। এমনকি মাকে (শ্রীদেবী) হারিয়েও হতাশা তাঁকে গ্রাস করেনি। জাহ্নবী বলেন, ‘আমি জীবনের কঠিনতম সময়ে ভেঙে পড়েছিলাম। ওই সময়ে দাঁড়িয়ে আমি উপলব্ধি করেছিলাম যে একটা মানুষ কতটা যন্ত্রণা সহ্য করতে পারে। এক অসহ্য যন্ত্রণা ভর করেছিল আমাকে। কিন্তু সেই সময়েও আমি হতাশ হয়ে পড়িনি। বিষণ্নতায় ডুবে যাইনি।’

জাহ্নবীর মতে, ক্রমে দূরে সরে যাচ্ছে কাছের মানুষ। ছবি: ইনস্টাগ্রাম
জাহ্নবীর মতে, ক্রমে দূরে সরে যাচ্ছে কাছের মানুষ। ছবি: ইনস্টাগ্রাম

এই বলিউড সুন্দরী আরও বলেন, ‘আমি হর হামেশাই দুঃখী থাকি। খুব সহজে, অল্পতেই দুঃখ আমায় ঘিরে ধরে। কিন্তু মানসিক অবসাদগ্রস্ত কখনো হইনি। আমি ছোটবেলা থেকেই ছোট ছোট বিষয় নিয়ে দুঃখ পাই। এমনকি জিমে না গেলেও মন খারাপ লাগে আমার। আমি এমন অনেক মানুষ দেখেছি, যারা বিষণ্নতার শিকার। আর তাদের মানসিক পরিস্থিতি একদম আলাদা। আমি প্রার্থনা করি, যাঁরা বিষণ্নতায় ভুগছেন, তাঁরা যেন সঠিক দিশা পান। তাঁরা যেন কখনোই নিজেদের একলা মনে না করেন।’

জাহ্নবী কাপুর জানিয়েছেন, জটিল মনস্তাত্ত্বিক চরিত্র তাঁকে টানে। ছবি: ইনস্টাগ্রাম
জাহ্নবী কাপুর জানিয়েছেন, জটিল মনস্তাত্ত্বিক চরিত্র তাঁকে টানে। ছবি: ইনস্টাগ্রাম

এ সময় জাহ্নবী মানসিক অবসাদগ্রস্ততার বিষয়ে নির্মিত সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। বলেন, এ ধরনের জটিল মনস্তাত্ত্বিক চরিত্র তাঁকে টানে।

সম্প্রতি জাহ্নবী ‘গুঞ্জন স্যাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ছবির শুটিং সম্পূর্ণ করলেন৷ এখন তিনি ব্যস্ত কার্তিক আরিয়ানের সঙ্গে ‘দোস্তানা টু’ ছবির শুটিংয়ে।