সোহম-মিষ্টির ছবিটি এ বছর মুক্তি

কলকাতার সোহম ও বাংলাদেশের মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত
কলকাতার সোহম ও বাংলাদেশের মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের নতুন নীতিমালা হয়েছে ২০১৭ সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে যৌথ ছবি বানানো প্রায় বন্ধ হয়ে গেছে। নতুন নীতিমালার আগে নির্মাণ শুরু হওয়া এবং শেষ না হওয়া ছবি আছে মুক্তির অপেক্ষায়। সেগুলোর অন্যতম মিষ্টি জান্নাতদের ছবি ‘আমার প্রেম তুমি’। বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে চিত্রায়িত ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও কলকাতার সুব্রত হালদার।

এ বছর মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সোহম ও বাংলাদেশের মিষ্টি জান্নাত অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘আমার প্রেম তুমি’। অ্যাকশন রোমান্টিক গল্পের ছবিটি প্রেক্ষাগৃহে আসবে এপ্রিল মাসে, জানিয়েছেন ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন মাল্টিমিডিয়ার অন্যতম অংশীদার ও ছবির নায়িকা মিষ্টি জান্নাত। গত বৃহস্পতিবার রাতে লাইভ টেক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘আমার প্রেম তুমি’ শিরোনামে ছবির একটি গান।

এ ব্যাপারে মিষ্টি জান্নাত বলেন, ‘শুটিং শেষ। সম্পাদনা, ডাবিং, আবহ সংগীতও শেষ হয়েছে। কালার কারেকশনের টুকিটাকি কাজ বাকি আছে। আশা করছি সবকিছু শেষ করে এ মাসের শেষে সেন্সরে জমা দিতে পারব ছবিটি।’

ছবির কাজ শেষ করতে এত বছর সময় লাগল কেন? মিষ্টি জান্নাত বলেন, ‘গল্পের সঙ্গে কোনো আপস না করেই কাজটি করতে চেয়েছিলাম। সে কারণেই সময় নিয়ে বিভিন্ন দেশের ভালো ভালো লোকেশনে কাজ করেছি। মধ্যে কলকাতা অংশের প্রযোজনা বিষয়ে নিয়ে একটু জটিলতার সৃষ্টি হয়েছিল। সেটার সমাধানও হয়েছে। এ কারণে কিছু সময় চলে গেল।’

ছবিটি দুই দেশে একসঙ্গে মুক্তি পাবে কি না, জানতে চাইলে পরিচালক সজল আহমেদ বলেন, ‘ইচ্ছা আছে দুই দেশে একসঙ্গে মুক্তি দেওয়ার। তবে সেটা যদি না হয়, তাহলে বাংলাদেশে আগে মুক্তি দেব, পরে কলকাতায়।’

‘আমার প্রেম তুমি’ ছবিতে আরও অভিনয় করেছেন ঢাকার রেবেকা, ভারতের কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, রাজেশ শর্মা, লামা প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়।