কঙ্গনাকে স্যালুট

কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম
কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম

ভালো অভিনয়ে জুড়ি নেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের। চরিত্রায়ণের জন্য কোনো ছাড়ও দেন না তিনি। তাই চরিত্র তৈরিতে জীবনের ওপর ঝুঁকিও নিয়েছেন এই তারকা। সম্প্রতি জানা গেল, ভারতীয় অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ জয়ললিতার চরিত্রে অভিনয় করতে ১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি।

কঙ্গনার আগামী ছবি থালাইভি নিয়ে হরহামেশাই কথা উঠছে বলিউডে। এই ছবিতে তাঁকে দেখা যাবে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার চরিত্রে। পর্দার জয়ললিতা হয়ে ওঠার জন্য কী করেছেন তিনি, তা বলেছেন কঙ্গনার বোন রাঙ্গোলী চান্দেল। তিনি বলেছেন, ‘কঙ্গনা জয়ললিতা হয়ে ওঠার জন্য নিজের শরীরের ওপর অনেক ঝুঁকি নিচ্ছে। ওই চরিত্রের জন্য দশ কেজি ওজন বাড়িয়েছে।’
তবে এবারই প্রথম নয়। এর আগেও চরিত্রের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন এই অভিনেত্রী। সে কথাও জানিয়েছেন রাঙ্গোলী। তিনি বলেন, ‘তানু ওয়েডস মানু ছবির শুটিং চলাকালে এক মারাত্মক বাইক দুর্ঘটনার শিকার হন কঙ্গনা। তাতে ৫২টি সেলাই দিতে হয়েছিল। মনিকর্ণিকা ছবির শুটিংয়ের সময় দুর্ঘটনাবশত মাথায় তলোয়ারের আঘাত লাগে। তাতে ১৫টি সেলাই দিতে হয়েছিল কঙ্গনাকে। আর এখন সে ওজন বাড়িয়ে নিজের শরীরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।’

তবে রাঙ্গোলী নিজের টুইটারে স্যালুটও জানিয়েছেন কঙ্গনাকে। তিনি লিখেছেন, ‘স্যালুট সেই সব তারকাকে, যাঁরা নিজেদের মানবীয় সীমাবদ্ধতাকে অতিক্রম করেন শুধু আমাদের কাছে পৌঁছাতে।’
দক্ষিণের নামকরা পরিচালক এ এল বিজয় থালাইভা ছবিটির পরিচালনা করছেন। এ বছরের ২৬ জুন হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে। কঙ্গনা ছাড়া এই ছবিতে দক্ষিণের সুপারস্টার অরবিন্দ স্বামীকে দেখা যাবে। এর আগে থালাইভার ‘ফার্স্টলুক’ বের হয়েছিল। তখন এটি নিয়ে বেশ আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। কঙ্গনার শেষ ছবি অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত পাঙ্গা। ছবিটি খুব একটা আলোচনায় নেই।