বছর শুরুতে শাকিব, সিয়াম,পরীমনি

শাকিব, নুসরাত, সিয়াম ও পরীমনি। ছবি: সংগৃহীত
শাকিব, নুসরাত, সিয়াম ও পরীমনি। ছবি: সংগৃহীত

ঢালিউডে শুরু হচ্ছে নতুন সব ছবির কাজ। এরই মধ্যে দুটি ছবিতে চূড়ান্তভাবে যুক্ত হলেন কয়েকজন জনপ্রিয় তারকা। সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, লন্ডন লাভ ছবিতে শাকিব খান ও কলকাতার নুসরাত জাহান এবং অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবিতে সিয়াম ও পরীমনি অভিনয় করছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খানের গুলশানের অফিসে গিয়েছিলেন ছবির প্রযোজক ও পরিচালক। সেখানেই সিনেমার চুক্তিটি করেন তাঁরা। এটি শাকিব খানের এ বছরের প্রথম সিনেমায় চুক্তি সইয়ের ঘটনা। পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার নিজের অফিসে বসেই ছবিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান। অনেক দিন ধরেই এ ছবিতে তাঁর কাজের ব্যাপারে আমাদের মধ্যে কথা হচ্ছিল। পাশাপাশি এই ছবির সঙ্গে যৌথ প্রযোজনায়ও থাকছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।’

নতুন ছবিতে বিনিয়োগ ও অভিনয়ের জন্য চুক্তি সই প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘এই ছবিতে কাজের ব্যাপারে আগে থেকেই মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। সম্প্রতি চুক্তি করে বিষয়টি চূড়ান্ত করা হলো।’

শাকিব খান জানান, দেশ-বিদেশ মিলে শুটিংয়ের বড় আয়োজন করা হবে। ছবিটি বড় বাজেটের। তিনি বলেন, ‘যেহেতু যুক্তরাজ্য, দুবাই ও বাংলাদেশ মিলে ছবির কাজ হবে, সুতরাং বড় বাজেট ছাড়া এ ছবি করা সম্ভব হবে না। তা ছাড়া ভালো ছবি করতে হলে, ভালো বাজেটের বিকল্প নেই।’

এ ছবিতে শাকিবের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। এরই মধ্যে কলকাতার নুসরাত জাহানের সঙ্গে ছবিতে কাজের ব্যাপারে মৌখিকভাবে আলাপ করেছেন প্রযোজক ও পরিচালক। ১০ ফেব্রুয়ারি নুসরাত জাহান আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করবেন। এ জন্য একটি দল কলকাতায় যাচ্ছে বলে জানান ইফতেখার চৌধুরী। তিনি বলেন, ‘আমি, শাকিব খান, প্রযোজক সোলায়মান আলীসহ চারজনের একটি টিম নুসরাত জাহানের সঙ্গে চুক্তি করতে কলকাতা যাচ্ছি।’

পরিচালক জানান, অন্য দুই নায়িকা কারা হবেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে তাঁদের একজন বাংলাদেশ এবং অন্যজনকে যুক্তরাজ্য থেকে নেওয়ার পরিকল্পনা আছে। আগামী মার্চ মাসে ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে। তার আগেই ওই দুই নায়িকার নাম প্রকাশ করা হবে।

লন্ডন লাভ ছবির গল্প লিখেছেন সোলায়মান আলী এবং চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে ব্রিট লিংক যুক্তরাজ্য ও এসকে ফিল্মস বাংলাদেশ।

এদিকে ফেব্রুয়ারির শুরুতে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ। এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ না হলেও সিয়ামের বিপরীতে থাকছেন পরীমনি। দুজনেরই এ বছরের প্রথম ছবি এটি। বিশ্বসুন্দরী ছবির পর এটি হবে সিয়াম-পরী জুটির দ্বিতীয় ছবি।

চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক আবু রায়হান। তিনি বলেন, ‘চলতি মাসের শুরুতে সিয়াম চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রে ছবির গল্পকার, শিল্পী ও কলাকুশলীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে চুক্তি সই করবেন পরীমনি।’

চুক্তির বিষয়টি সিয়াম নিজেও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চুক্তি করেছি। মুহম্মদ জাফর ইকবাল স্যারের উপন্যাসের গল্প এটি। তাঁর গল্পে কাজ করা সৌভাগ্যের ব্যাপার। আমার অন্য ছবির সঙ্গে শিডিউল ঠিকঠাক করে কাজটি করছি।’ এ ব্যাপারে পরীমনি বলেন, ‘এ ছবিতে কাজের ব্যাপারে আগে থেকেই কথা হচ্ছিল। গল্পটি দারুণ। ফাইনালি কাজটি করছি।’

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবির পরিচালক জানিয়েছেন, এই ছবিতে শিশু–কিশোরসহ প্রায় ৫০ জন শিল্পী অভিনয় করবেন। ১৩ মার্চ সদরঘাট থেকে একটি লঞ্চযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ছবির শুটিং। জাহাজ সুন্দরবনে গিয়ে যাত্রা শেষ করবে। মাঝে ২৫ দিন লঞ্চে বিরতিহীন শুটিং হবে। আবু রায়হান বলেন, ‘আমরা টানা শুটিং শেষ করব। থাকা, খাওয়া, ঘুমানো, শুটিং—সবই হবে লঞ্চে।’

সরকারি অনুদানের এই ছবি নির্মিত হচ্ছে মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস রাতুলের রাত রাতুলের দিন থেকে। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। অন্যতম প্রযোজক বঙ্গ বিডি।