২২ বছর আগের গান কিশোর ও ঝিলিকের কণ্ঠে

‘আগুনের দিন শেষ হবে’ গানের ভিডিও চিত্রের শুটিংয়ে ঝিলিক ও কিশোর। ছবি: সংগৃহীত
‘আগুনের দিন শেষ হবে’ গানের ভিডিও চিত্রের শুটিংয়ে ঝিলিক ও কিশোর। ছবি: সংগৃহীত

কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি গাওয়া ‘আগুনের দিন শেষ হবে’ গানটি নতুন করে গাইলেন কিশোর ও ঝিলিক। ভালোবাসা দিবস উপলক্ষে কাল সন্ধ্যায় গানটি মুক্তি পেতে যাচ্ছে। ঋতুপর্ণ ঘোষের লেখা ‘আমি সেই মেয়ে’ সিনেমার সেই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন আলমগীর ও জয়া প্রদা। ২২ বছর আগে প্রকাশিত সেই গানটির সুর ঠিক রেখে গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন এ প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক কিশোর।

কিশোর বলেন, ‘বাংলাদেশি সিনেমার খুবই জনপ্রিয় এই গান ছোটবেলা থেকে শুনছি। ভীষণ ভালো লাগত। যখন স্টেজ শো করা শুরু করি, তখন দেশের বিভিন্ন মঞ্চে এই গানটি করতাম। কিছুদিন আগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে আমি আর ঝিলিক এই গানটি গাই। সেদিনই ঝিলিক বলল, কিশোর ভাই, আমরা তো এই গানটা নতুন করে রেকর্ড করে শ্রোতাদের উপহার দিতে পারি। আমিও ভাবলাম, ভাবনাটা মন্দ নয়। এরপরই আসলে সিরিয়াসলি কাজ করা। আশা করছি, নতুন সংগীতায়োজনে “আগুনের দিন শেষ হবে” গানটি ভালো লাগবে।’
‘আগুনের দিন শেষ হবে’ গানের একটি ভিডিও তৈরি করা হয়েছে। চন্দন রয় চৌধুরী পরিচালিত এই গানের ভিডিওতে অংশ নিয়েছেন কিশোর আর ঝিলিক। অনুপম মুভি সং ইউটিউবে গানটি প্রকাশিত হবে।
পুরোনো একটি গান নতুন করে গাইবার কারণ প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘গানটা আমার ভীষণ পছন্দের। আর কিছু গান থাকে যেগুলো কেন জানি সব সময় গাইতে ভালো লাগে আর মনের মধ্যে গেঁথে থাকে। এটা ঠিক তেমনই একটা গান। আর ভালোবাসা থেকে নতুন করে গানটি গাওয়া।’

জনপ্রিয় গান নতুন করে গাইবার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থাকে। গানটি নতুন করে গাইবার সময় সেই চ্যালেঞ্জের কথা মনে ছিল বলে জানালেন ঝিলিক। তিনি বলেন, ‘এ ধরনের গানে চ্যালেঞ্জের বড় কারণটা হচ্ছে, গানগুলো এরই মধ্যে সুপারহিট। একই সঙ্গে গুণী শিল্পীদের কণ্ঠে গাওয়া। তাই গাওয়ার সময় একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে, ঠিক ওই পর্যায়ে গানটি আবার উপস্থাপনের একটা ব্যাপার আছে। তবে তাঁরা কিংবদন্তি এবং তাঁদের গান ভালোবাসি বলেই এটা শ্রদ্ধা জানানোর একটা মাধ্যম মনে করেছি। গাওয়ার সময় আমরা চেষ্টা করেছি, আমাদের সেরাটুকু দেওয়ার জন্য। আশা করছি, ভালো লাগবে সবার কাছে গানটির নতুন সংগীতায়োজন।’