অমিতাভের গোলাপ যাঁর জন্য

অমিতাভের হাতের গোলাপ গত বছর এই দিনে পুলওয়ামা হত্যাকাণ্ডে নিহত জওয়ানদের জন্য। ছবি: টুইটার
অমিতাভের হাতের গোলাপ গত বছর এই দিনে পুলওয়ামা হত্যাকাণ্ডে নিহত জওয়ানদের জন্য। ছবি: টুইটার

বলিউডের শাহেনশাহ বলে কথা! ৭৭ বছর বয়সী এ অভিনেতা অর্ধশত বছরের বেশি সময় ধরে রাজত্ব চালাচ্ছেন বলিউডে। তাঁর হাতের লাল গোলাপ তাই স্বাভাবিকভাবেই কৌতূহল জাগায় ভক্তদের মনে। টুইটারে তাঁর ভক্তসংখ্যা চার কোটি ছাড়িয়েছে। লাল গোলাপ হাতে সেই ছবিটি ‘অনুসারী’দের সঙ্গে শেয়ার করে অমিতাভ বচ্চন ক্যাপশনে লিখেছেন, ‘কাঁটার আঘাত সহ্য করে যে, ফুল সে-ই।’ মানে দাঁড়াল, যাঁরা যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখেন, জীবনের দৌড়ে তাঁরাই টিকে থাকেন।

ভালোবাসা দিবসে এই মানুষটার বক্তব্য এখানেই শেষ হয়ে যায়নি। একগুচ্ছ টুইট করেছেন তিনি। এর পরেই অমিতাভ বচ্চন ফিরে যান এক বছর আগে। ২০১৯ সালের এই দিনটাতে। পুলওয়ামা জেলায় লয়ামায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর সিআরপিএফের জওয়ানদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এই পুলওয়ামা হত্যাকাণ্ডে ৪০ জন নিহন হন। নিহত পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে পুত্র ও কন্যাসমেত সাক্ষাৎ করেন অমিতাভ বচ্চন। তাঁদের অর্থনৈতিকভাবে সহায়তাও করেন তিনি।

ওই অনুষ্ঠান থেকে ৪টি ছবি। ছবি: টুইটার
ওই অনুষ্ঠান থেকে ৪টি ছবি। ছবি: টুইটার
বয়স যে কেবল সংখ্যা, তার প্রমাণ অমিতাভ বচ্চনের বক্স অফিস আর কাজের ব্যস্ততা। ছবি: টুইটার
বয়স যে কেবল সংখ্যা, তার প্রমাণ অমিতাভ বচ্চনের বক্স অফিস আর কাজের ব্যস্ততা। ছবি: টুইটার

সেই অনুষ্ঠানের চারটি ছবি শেয়ার করে ভালোবাসা দিবসে অমিতাভ বচ্চন লেখেন, ‘আজকের দিনে আমি সেই সব মানুষকে স্মরণ করি, যাঁরা তাঁদের জীবনের বিনিময়ে আমাদের সুরক্ষিত করেছেন, বাঁচিয়ে রেখেছেন।’ অর্থাৎ অমিতাভের হাতের গোলাপ ২০১৯ সালের এই দিনে পুলওয়ামা হত্যাকাণ্ডে নিহত জওয়ানদের জন্য উৎসর্গ করেছেন।

বয়স যে কেবল সংখ্যা, তার প্রমাণ অমিতাভ বচ্চনের বক্স অফিস আর কাজের ব্যস্ততা। অমিতাভ বচ্চনকে দেখা যাবে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। আয়ুষ্মান খুরানার সঙ্গে প্রথমবারের মতো এই মহাতারকা পর্দা ভাগ করবেন ‘গুলাবো সিতাবো’ ছবিতে। তা ছাড়া ‘চেহরে’ আর ‘ঝুন্ড’ ছবিতেও দেখা যাবে তাঁকে।