আজ বিকেলে 'জলজ বসন্ত'

জলের গান। ছবি: ফেসবুক থেকে
জলের গান। ছবি: ফেসবুক থেকে

প্রতিবছরের মতো এ বছরও বসতে যাচ্ছে জলের গানের ‘জলজ বসন্ত’ আসর। আজ সোমবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এ উৎসবে রয়েছে বাড়তি আনন্দ। এ বছর থেকে উৎসবে যুক্ত হচ্ছে গুরুজন সম্মাননা। প্রথম গুরুজন সম্মাননা পাচ্ছেন নাট্যজন আজাদ আবুল কালাম। এ প্রসঙ্গে জলের গানের প্রধান রাহুল আনন্দ বলেন, ‘যাঁরা আমাদের জীবনের শুরু থেকে এ পর্যন্ত তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো না কোনোভাবে অবদান রেখেছেন, আমাদের হাত ধরেছেন, হাঁটতে, দৌড়াতে শিখিয়েছেন, যাঁরা আমাদের মনের মানুষ, তাঁদের আমরা গুরুজন সম্মাননা দিচ্ছি।’

জলের গান। ছবি: প্রথম আলো
জলের গান। ছবি: প্রথম আলো

‘জলজ বসন্ত’ উদ্‌যাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের জলের গান সারা বছর বিভিন্ন অনুষ্ঠান করে যে অর্থ পায়, তার কিছু অংশ দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করি। আমাদের ভক্ত–অনুরাগীদের জন্য ভালোবাসার উপহার হিসেবে এ উৎসব। রাহুল আনন্দ জানান, অনুষ্ঠানে জলের গান তাদের নির্বাচিত এবং নতুন কিছু গান গাইবে।’

আজাদ আবুল কালাম। ছবি: সংগৃহীত
আজাদ আবুল কালাম। ছবি: সংগৃহীত

গত বছর এক যুগ পূর্তি হয়েছে দলটির। ২০০৬ সালে রাহুল আনন্দ ও কনক আদিত্য মিলে গড়েছিলেন দলটি। জলের দলে এখন আছেন রাহুল আনন্দ, রানা সরোয়ার, এ বি এস জেম, মাসুম মিয়া, দীপ রায়, মল্লিক ঐশ্বর্য, গোপী দেবনাথ ও শব্দ প্রকৌশলী ডি এইচ শুভ। বিচিত্র সব যন্ত্র বাজান তাঁরা। নিজেরাই তৈরি করেন, নিজেরাই নাম দেন। সেগুলোর অন্যতম লখাই, বেহুলা, হারামনি, পাগলি, পদ্মা, মমতা। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ‘অতল জলের গান’, ‘পাতালপুরের গান’ ও ‘নয়ন জলের গান’ নামের অ্যালবাম।