পৃথ্বীরাজ নেই, আসছে তাঁর নতুন গান

‘আগামীকাল’ ছবির শুটিংয়ে ইমন ও জাকিয়া বারী মম
‘আগামীকাল’ ছবির শুটিংয়ে ইমন ও জাকিয়া বারী মম

দিনরাত খেটে নতুন করে ‘হৃদয়ের এ কূল–ও কূল’ গানটি তৈরি করেছিলেন পৃথ্বীরাজ। সিনেমার জন্য তৈরি সেই গানের দৃশ্যধারণের কাজও শেষ হয়ে গেছে। শিগগিরই গানটি প্রকাশিত হতে যাচ্ছে। অথচ যাঁর তত্ত্বাবধানে গানটি তৈরি হয়েছে, সেই পৃথ্বীরাজ পৃথিবী ছেড়ে চলে গেছেন ৬০ দিনের বেশি হয়ে গেল। ‘আগামীকাল’ ছবির জন্য তৈরি এই গান এখন মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানালেন ছবির পরিচালক অঞ্জন আইচ।

মারা যাওয়ার ৬০ দিন পর আসছে গায়ক ও সংগীত পরিচালক পৃথ্বীরাজের করা সিনেমার গান ‘হৃদয়ের এ কূল–ও কূল’। নতুন করে রবীন্দ্রসংগীতটির সংগীতায়োজন করেছেন বব ভিভিয়ান। আর গানটি তৈরির ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৃথ্বীরাজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জেইন তুলি হালদার।
অঞ্জন আইচ বলেন, ‘এটা ভাবতেই কেমন জানি লাগছে, পৃথ্বীরাজের করা গান প্রকাশিত হচ্ছে, অথচ তিনি নেই! এই ছবিতে একসঙ্গে আমাদের আরও একটি গান তৈরির কথা ছিল। কিন্তু তা আর হলো কই!’
অঞ্জন আইচ আরও বলেন, ‘এই ছবির গান নিয়ে যখন কথা হচ্ছিল, তখন রবীন্দ্রসংগীতের প্রস্তাবটি দিয়েছিলেন পৃথ্বীরাজ। ডেমো তৈরির পর আমার বেশ ভালো লাগে। যেদিন তিনি মারা যান, সেদিন স্টুডিওতে যাওয়ার কথা ছিল। ফোন করেও তাঁকে পাইনি। অথচ পরদিন জানতে পারি, আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছেন পৃথ্বীরাজ!’

পৃথ্বীরাজ
পৃথ্বীরাজ

পৃথ্বীরাজের দীর্ঘদিনের সহযাত্রী সংগীতশিল্পী যাযাবর রাসেল। তিনি বলেন, ‘গানটি ছিল পৃথ্বীরাজ দাদার একেবারে শেষ মুহূর্তের কাজ। যেদিন তিনি মারা যান, সেদিনই আরও কিছু কাজ করার কথা ছিল। গানটির কাজের কথা বলে দাদা বব ভাইকে ডেকেছিলেনও। কিন্তু শেষ পর্যন্ত দাদা-ই তো চলে গেলেন পৃথিবী ছেড়ে। তবে প্রজেক্ট ফাইলে গানটির সবকিছু ঠিকঠাক করে রেখেছিলেন। দাদার মৃত্যুর পর পরিচালকের সঙ্গে কথা বলে অবশিষ্ট কাজ শেষ করে গানটি বুঝিয়ে দিয়েছি। গানটি প্রকাশিত হওয়ার খবর জেনে ভালো লাগছে, একই সঙ্গে মনটাও খুব বিষণ্ন; যাঁর তৈরি করা গান, তিনিই নেই!’
‘আগামীকাল’ ছবিতে অভিনয় করেছেন মামনুন ইমন, জাকিয়া বারী মম, টুটুল চৌধুরী, সূচনা আজাদ প্রমুখ।