পাবনায় লালন স্মরণ উৎসব

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গত শনিবার সন্ধ্যায় পাবনায় উদ্বোধন হয় দুই দিনব্যাপী লালন স্মরণ উৎসবের। পাবনার লালন স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রথম দিনে গান পরিবেশন করেন শিল্পী ফরিদা পারভীন। তাঁর গানে মুগ্ধ হন উপস্থিত দর্শক শ্রোতা। দ্বিতীয় দিনে গান পরিবেশন করেন ফকির টুনটুন বাউল। গানের মাঝে মাঝে তিনি লালনের বাণী প্রচার করেন। টুনটুন বাউলের আগে মঞ্চে চারটি গান পরিবেশন করে দর্শকের মাতান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বিশ্বাস। দুই দিনেই গানের পাশাপাশি ছিল লালনের জীবন দর্শনের ওপর আলোচনা। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে লালন উৎসবের ছবি নিয়ে এবারের ছবির গল্প
১ / ৭
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন
প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন
২ / ৭
গান পরিবেশন করেন শিল্পী ফরিদা পারভীন
গান পরিবেশন করেন শিল্পী ফরিদা পারভীন
৩ / ৭
শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী ফরিদা পারভীন
শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী ফরিদা পারভীন
৪ / ৭
গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করা হয়
গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করা হয়
৫ / ৭
স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন
স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন
৬ / ৭
গানের সঙ্গে যন্ত্র সংগীতে ছিলেন অভিজ্ঞ যন্ত্রবাদক দল
গানের সঙ্গে যন্ত্র সংগীতে ছিলেন অভিজ্ঞ যন্ত্রবাদক দল
৭ / ৭
দ্বিতীয় দিনে গান পরিবেশন করেন ফকির টুনটুন বাউল
দ্বিতীয় দিনে গান পরিবেশন করেন ফকির টুনটুন বাউল