পরিচালক ঢাকায়, নায়ক সুন্দরবনে

‘ওস্তাদ’ ছবির শুটিং। ফাইল ছবি
‘ওস্তাদ’ ছবির শুটিং। ফাইল ছবি

সিনেমার শুটিং ফাঁসিয়ে দিলেন নায়ক রোশান। গত সোমবার নারিন্দায় ‘ওস্তাদ’ ছবির শুটিং শুরুর কথা ছিল। শিডিউল দিয়েও লোকেশনে আসেননি রোশান। প্রায় ১০০ জনের ইউনিট নিয়ে বিপাকে পড়েন পরিচালক সাইফ চন্দন। এতে ছবির পরবর্তী শুটিং নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি লাখ টাকার ওপরে লোকসান গুনতে হয়েছে পরিচালককে।

পরিচালক সাইফ চন্দনের অভিযোগ, ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রোশান নিজেই শিডিউল দিয়েছিলেন। তাঁর শিডিউল ধরেই বাকি শিল্পীদের শিডিউল চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু সবাই এলেও রোশান আসেননি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘রোশানের সুবিধামতোই শিডিউল নেওয়া। তাঁকে ধরেই বাকি শিল্পীদের শিডিউল নেওয়া। কিন্তু তিনি এলেন না। তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। ফোন বন্ধ। এটি কি কোনো শিল্পীর পেশাদারির পরিচয় হলো? তিনি যদি নাই-ই আসবেন, তাহলে আগে থেকে আমাকে জানানো উচিত ছিল। প্রায় ১০০ জনের ইউনিট বসিয়ে রেখেছি। কী করব, বুঝতে পারছি না।’

রোশানের শিডিউল ফাঁসানোর কারণে ছবির শুটিং শেষ করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন পরিচালক। তিনি বলেন, ‘আনিসুর রহমান মিলন আগামী মাসে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। তাঁকে আর পাওয়া যাবে না। রোশানের কো-আর্টিস্ট মিলন ভাই। এই চার দিনের শুটিং না করতে পারলে ছবির শুটিং বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই আমার।’ সাইফ চন্দন জানান, এর আগের ধাপেও চার দিন শিডিউল ফাঁসিয়েছেন রোশান।

‘ওস্তাদ’ ছবির শিল্পীরা। ফাইল ছবি
‘ওস্তাদ’ ছবির শিল্পীরা। ফাইল ছবি

এদিকে জানা যায়, দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে শুটিং করতে সুন্দরবনের দুবলার চরে অবস্থান করছেন রোশান। সেখানে কোনো নেটওয়ার্ক নেই। ফলে মুঠোফোনেও পাওয়া যাচ্ছে না তাঁকে। পরিচালক দীপংকর দীপনের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ফোনে রোশানের সঙ্গে কথা হয়। তিনিও শিডিউল ফাঁসানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘অপারেশন সুন্দরবন ছবির শুটিং শেষ করার কথা ছিল ২২ ফেব্রুয়ারি। কিন্তু ফেঁসে যাওয়ার কারণে বাড়তি দুই দিন শুটিং করা লাগছে এখানে। গতকাল যেতে চেয়েছিলাম, পারিনি। আজ ঢাকায় রওনা হওয়ার কথা আছে।’ তবে তিনি জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারির আগে ‘ওস্তাদ’ ছবির শুটিং করতে পারবেন না।’

বিষয়গুলো পরিচালককে কেন আগে থেকে জানানো হয়নি? রোশান বলেন, ‘এখানে কোনো নেটওয়ার্ক নেই। আমি ভেবেছিলাম ফিরতে পারব। যদিও এখানকার পরিস্থিতির কথা সহকারী পরিচালককে খুদে বার্তায় জানিয়েছি।’ রোশানের কথার পরিপ্রেক্ষিতে সাইফ বলেন, ‘রোশান তো খুদে বার্তায় আমার সহকারীকে ২৪ তারিখেই আসার কথা বলেছেন। এখন উল্টাপাল্টা বললে তো হবে না।’

‘ওস্তাদ’ ছবিতে আরও অভিনয় করছেন তাসকিন রহমান, উষ্ণ হক, রাজ রিপা, সিবা শানু, ডন প্রমুখ।