দেশ-বিদেশের শিল্পীদের সম্মানিত করবেন ফেরদৌস আরা

ফেরদৌসী রহমান, ফেরদৌস আরা, সৈয়দ আব্দুল হাদী । ছবি: সংগৃহীত
ফেরদৌসী রহমান, ফেরদৌস আরা, সৈয়দ আব্দুল হাদী । ছবি: সংগৃহীত

নজরুলসংগীতের বরেণ্য শিল্পী ফেরদৌস আরার সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরসপ্তক দেশ-বিদেশের বরেণ্য ও মেধাবী শিল্পীদের সম্মাননা প্রদান করতে যাচ্ছে। আগামী ১৪ মার্চ প্রতিষ্ঠানটির দুই দশক পূর্তি উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হবে। তিন বিভাগে দেশ থেকে সাতজন শিল্পী সম্মানিত হবেন। দেশের বাইরের শিল্পীদের নাম দুই দিনের মধ্যে চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন ফেরদৌস আরা।

গুণী শিল্পীদের মধ্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদীকে। এর বাইরে সম্মাননা প্রদান করা হবে শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল ও নাশিদ কামালকে। তরুণ শিল্পীদের মধ্য থেকেও দুজনকে উৎসাহিত করতে পুরস্কৃত করা হবে বলে জানান ফেরদৌস আরা।

এদিকে দুই দশক পূর্তি উপলক্ষে সম্মাননা প্রদানের পাশাপাশি থাকবে নানা আয়োজন। ফেরদৌস আরা বলেন, ‘আমাদের সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২০ বছর উল্লেখযোগ্য একটা ব্যাপার। তাই নানান আয়োজনের মধ্য দিয়ে এ উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখতে চাইছি। দেশের শিল্পীদের পাশাপাশি ভারত থেকেও অনেককে আমন্ত্রণ জানিয়েছি। বরেণ্য শিল্পীদের পাশাপাশি এ সময়ের সেরা শিল্পী এবং তরুণ প্রজন্মের মেধাবীদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।’
ফেরদৌস আরা বলেন, ‘সংগীতকে অনেক দূরের পথে নিয়ে যেতে হলে পরের প্রজন্মের হাতে সংগীতের মশাল তুলে দিতে হয়। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এগিয়ে নিয়ে যায়। তাই আমরা সম্মাননা প্রদানের ক্ষেত্রে তিন প্রজন্মের কথা মাথায় রেখে এগিয়েছি।’

সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরসপ্তকের প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ ফেরদৌস আরা বলেন, ‘সুরসপ্তকের ২০ বছর পূর্তি শুধু আমার একার নয়, সংগীতপ্রেমী সবার ভালো লাগার বিষয়। এ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে চাই। আজ যদি বাবা বেঁচে থাকতেন, তিনি বেশি খুশি হতেন। প্রতিষ্ঠানটির পথচলার প্রতিটি পদক্ষেপ ও সংগ্রামে তিনি ছিলেন বড় অনুপ্রেরণা। পাশাপাশি বিভিন্ন সময় সহযোগিতার জন্য সংগীতাঙ্গনের অনেকের কাছে কৃতজ্ঞ ছিলেন তিনি।’