সুরকার সেলিম আশরাফ আর নেই

সুরকার সেলিম আশরাফ।
সুরকার সেলিম আশরাফ।

‌‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা...’—এই গানসহ অনেক জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ আর নেই। গতকাল রোববার দিবাগত রাত তিনটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেলিম আশরাফের স্ত্রী সংগীতশিল্পী আলম আরা মিনু তাঁর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সেলিম আশরাফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যায় ভুগছিলেন। প্রতি সপ্তাহে তাঁর ডায়ালাইসিস করাতে হতো। সবশেষ গত ফেব্রুয়ারি মাসে বেশি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়। প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে রোগ এবং সময়ের কাছে হার মেনে চলে যান না–ফেরার দেশে।