পিছিয়ে গেছে সিনেমা, অবাক নায়িকা

পূজা চেরি। ছবি: ফেসবুক
পূজা চেরি। ছবি: ফেসবুক

‘মনে মনে ইচ্ছে ছিল ১৩ মার্চ হলে হলে ঘুরব, কিন্তু তা আর হলো না। একটু আগে প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে দেখলাম, “জ্বীন” ছবির মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে। পেছানোর খবরে অবাক হয়েছি।’ সিনেমা মুক্তির খবর পিছিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়া দিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি।

‘জ্বীন’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছিল, ১৩ মার্চ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। হঠাৎ আজ মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়, ঘোষিত সময়ে তারা ছবিটি মুক্তি দিতে পারছে না।

এ বিষয়ে ছবির নায়িকা পূজা চেরির সঙ্গে কথা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে জানানো হয়েছে ছবির ভিএফএক্সের কাজ এখনো শেষ হয়নি। ছবিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি নির্ভর করছে ভিএফএক্সের ওপর। তাই শেষ মুহূর্তে মুক্তির তারিখ থেকে পিছিয়ে আসতে হয়েছে।’

টিজার প্রকাশের আগে ‘জ্বীন’ ছবির পোস্টারে এভাবেই দেখা গেছে পূজা ও সজলকে। ছবি: ফেসবুক
টিজার প্রকাশের আগে ‘জ্বীন’ ছবির পোস্টারে এভাবেই দেখা গেছে পূজা ও সজলকে। ছবি: ফেসবুক

ছবির মুক্তির খবর পিছিয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানান পূজা চেরি। তিনি বলেন, ‘আমি জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজের মন্তব্য পড়ছিলাম। অনেকে হতাশ হয়েছেন। কেউ কেউ বলেছেন, “ভালোভাবে ছবিটি তৈরি হয়ে দর্শকের সামনে এলেই ভালো।” তবে এই ধরনের ঘোষণায় দর্শকেরা কিছুটা বিভ্রান্ত হন। কয়েকটা দিন অপেক্ষা করতে সবাইকে অনুরোধ করব। ছবি মুক্তির নতুন তারিখ আপনাদের জানানো হবে। আর এটা জোর দিয়ে বলতে চাই, একটি ভালো মানের ছবি আমরা আপনাদের উপহার দিতে পারব।’

‘জ্বীন’ ছবির পোস্টারে পূজা চেরি। ছবি: ফেসবুক
‘জ্বীন’ ছবির পোস্টারে পূজা চেরি। ছবি: ফেসবুক

জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে লেখা হয়, ‘“জ্বীন” সিনেমার মুক্তির তারিখ ১৩ মার্চ ঘোষণা করেছিলাম। অনেকেই ধারণা করেন যে এর আগে আমরা ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির তারিখ বলেছিলাম। সবাইকে জানাতে চাই, জাজ কখনোই বলেনি যে “জ্বীন” ১৪ ফেব্রুয়ারি মুক্তি দেবে। আপনারা জানেন, “জ্বীন” সিনেমাতে অনেক ভিএফএক্সের কাজ আছে। এই ভিএফএক্সের সাবজেক্ট আমরা হলিউডে তৈরি করে এর মোশন মুম্বাইয়ের রেড চিলিতে করাই। আর কলকাতায় শুধু রেন্ডারিং হওয়ার কথা। এখন দেখা যাচ্ছে, রেন্ডারিং কলকাতায় হচ্ছে না। প্রতি ফ্রেম রেন্ডারিং হতে সময় নিচ্ছে ২ ঘণ্টা। সারা দিনে ১২টি ফ্রেম রেন্ডারিং করা যায়। অর্থাৎ, প্রতিদিন আধা সেকেন্ড ফুটেজ রেন্ডারিং হয়। আর সিনেমাতে ভিএফএক্স আছে ১০ মিনিটের বেশি। বাধ্য হয়েই আবার মুম্বাইয়ে কাজটি করতে হচ্ছে। এই অবস্থায় আমাদের পক্ষে ১৩ মার্চ মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য জাজ মাল্টিমিডিয়া পরিবার অন্তর থেকে দুঃখ প্রকাশ করছে ও সবার কাছে ক্ষমাপ্রার্থী।’