অতিরিক্ত লম্বা, তাই বাদ পড়েছিল ইরফানের অনেক দৃশ্য

আট মাস যুক্তরাজ্যের হাসপাতালে ক্যানসারের চিকিৎসা শেষে মুখে রুমাল বেঁধে মুম্বাই ফিরেছিলেন ইরফান খান। তারপরই করলেন আংরেজি মিডিয়াম ছবির শুটিং। ছবি: ফেসবুক
আট মাস যুক্তরাজ্যের হাসপাতালে ক্যানসারের চিকিৎসা শেষে মুখে রুমাল বেঁধে মুম্বাই ফিরেছিলেন ইরফান খান। তারপরই করলেন আংরেজি মিডিয়াম ছবির শুটিং। ছবি: ফেসবুক
>

১৩ মার্চ মুক্তি পাবে ‘ডুব’, ‘পিকু’, ‘পান সিং তোমার’খ্যাত ইরফান খানের নতুন ছবি ‘আংরেজি মিডিয়াম’। কিন্তু দুই বছর ধরে শরীরে দানা বাঁধা বিরল ধরনের ক্যানসার ছবির প্রচারণায় অংশ নিতে দিচ্ছে না ইরফানকে। ৫৪ বছর বয়সী এই ‘মেথড’ অভিনেতার জীবনের বইয়ের কিছু অপঠিত কথা নিয়ে এই আয়োজন।

লাঞ্চবক্সের  জন্য ‘ইন্টারস্টেলার’ বাদ
সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আয় করা, ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ইন্টারস্টেলার’ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। গোল বাধাল শুটিংয়ের সময়। কারণ একই সময়ে পড়েছিল ‘দ্য লাঞ্চবক্সে’র শুটিংয়ের তারিখ। তাই দেওয়া কথা রাখতে ইরফান খান ‘ইন্টারস্টেলার’কে না বলতে এক মুহূর্তও ভাবেননি।

ইরফান খান বিরল ধরনের ক্যানসার, স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। ছবি: ফেসবুক
ইরফান খান বিরল ধরনের ক্যানসার, স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। ছবি: ফেসবুক


গান বেরোল না গলা দিয়ে
স্কুলে পড়ার সময় খুবই অন্তর্মুখী আর লাজুক ছিলেন ইরফান। একবার একটা অনুষ্ঠানে তাঁর গান গাওয়ার কথা ছিল। নিয়ম করে অনুশীলনও করেছিলেন। কিন্তু অনুষ্ঠানের দিন ভরা মজলিসে গান তো দূরে থাক, একটা শব্দও বেরোল না তাঁর গলা দিয়ে!

শোনা যাচ্ছে, এবার ইরফান খান আরও একটি ছবির কাজ করবেন। এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন কাজল। ছবি: ফেসবুক
শোনা যাচ্ছে, এবার ইরফান খান আরও একটি ছবির কাজ করবেন। এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন কাজল। ছবি: ফেসবুক


মাটির মানুষ ইরফান
রাজস্থানের জয়পুরের এক পাঠান পরিবারের জন্ম নেওয়া ইরফান একেবারে মাটির মানুষ। অনেক বলিউড তারকা শতকোটির ক্লাবে নাম লিখিয়ে আত্মগ্লানিতে ভোগেন। তাঁর অভিনীত হলিউডের আমিজিং স্পাইডারম্যান, লাইফ অব পাই, জুরাসিক পার্ক বা ইনফার্নো ছবিগুলো আয় করেছে হাজার হাজার কোটি টাকা। সাক্ষাৎকারে তাঁকে সেই কথা মনে করিয়ে দিলে ঠোঁটের এক কোণে পড়ে থাকা লাজুক, বিনয়ী হাসিতে ইরফানের মাথা কেবল নিচু হয়।

এই মুহূর্তে ইরফান খানের সুস্থতা ছাড়া আর কিছুই ভাবছেন না সহকর্মীরা। ছবি: ফেসবুক
এই মুহূর্তে ইরফান খানের সুস্থতা ছাড়া আর কিছুই ভাবছেন না সহকর্মীরা। ছবি: ফেসবুক


অনুপ্রেরণার নাম মনোজ কুমার আর নাসিরুদ্দিন শাহ
অভিনেতা হওয়ার স্বপ্নে বিভোর তরুণ ইরফান খানের অনুপ্রেরণা ছিলেন মনোজ কুমার আর নাসিরুদ্দিন শাহ। তাঁর প্রথম ছবি ‘সালাম বোম্বাই’–এর সম্পাদনায় ইরফান খানের অনেক দৃশ্য ছেঁটে ফেলা হয়। ইরফানের ‘অপরাধ’, তিনি ‘অতিরিক্ত লম্বা’।

‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিংয়ে পরিচালক হোমি আদাজানিয়ার সঙ্গে ইরফান খান। ছবি: ইনস্টাগ্রাম
‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিংয়ে পরিচালক হোমি আদাজানিয়ার সঙ্গে ইরফান খান। ছবি: ইনস্টাগ্রাম


মা ভাবতেন, এই ছেলে কী করে খাবে?
ছোটবেলা থেকেই শান্তশিষ্ট, নিরামিষাশী ইরফানকে নিয়ে মায়ের ভাবনার অন্ত ছিল না। সব সময় তাঁর মাথায় ঘুরত একটাই প্রশ্ন, এই ছেলে কী করে খাবে? তিনি চাইতেন, ইরফান যেন কলেজের শিক্ষক হয়। মাকে ইরফান ‘বুঝিয়েছিলেন’, ন্যাশনাল স্কুল অব ড্রামাতে (এনএসডি) পড়লে তাঁর শিক্ষক হওয়া সহজ হবে। কিন্তু সেখানকার নিয়ম, থিয়েটারে অন্তত ১০টি নাটকের অভিজ্ঞতা বা থিয়েটার সার্টিফিকেট ছাড়া ভর্তি হওয়া যাবে না। কিন্তু এসব ছাড়াই ভালো নম্বর পেয়ে সেখানে ভর্তি হতে পেরেছিলেন তিনি।

২০১৭ সালে মুক্তি পায় ‘হিন্দি মিডিয়াম’। মাত্র ২৩ কোটি রুপি খরচ করে তৈরি সেই ছবি সবাইকে চমকে দিয়ে বক্স অফিস থেকে তুলে আনে ৩৪০ কোটি রুপি। বছরের অন্যতম সেরা ব্যবসাসফল ছবির খেতাব জোটে। সেই ছবির সিক্যুয়াল ‘আংরেজি মিডিয়াম’।

সূত্র: র‍্যাপিডলিকস, ফিল্ম কম্পানিয়ন।