'ফ্যামিলির আকর্ষণ নষ্ট করে ফেলছি'

আবুল হায়াত। ছবি: সংগৃহীত
আবুল হায়াত। ছবি: সংগৃহীত

‘রাস্তাঘাটে বের হলেই শুনতে হয়, ‘ভাই, আমাদের ছেলেমেয়েদের কি মা–বাপ নেই? আমাদের ছেলেমেয়েরা কি এতিম?’ নাটকের গল্প থেকে পরিবার হারিয়ে যাওয়া প্রসঙ্গে কথাগুলো ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুনতে হয় অভিনেতা আবুল হায়াতকে। তিনি নিজেও এখনকার নাটকের এসব প্রবণতায় হতাশ, বিরক্ত।

আবুল হায়াত বলেন, ‘আমরা বহুকাল আগে থেকে পরিবারের মধ্যে বসবাস করি। এখন সেগুলো আমাদের নাটকে দেখা যায় না। মানুষ মা–বাবা, পরিবারহীন নাটক দেখে ক্লান্ত। রাস্তায় মানুষের সঙ্গে দেখা হলেই ভক্তরা বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের কি মা–বাপ নেই। নাটকে তাঁদের এতিম দেখাচ্ছেন কেন। আমাদের ছেলেমেয়েরা কি এতিম?’

এখনকার টিভি নাটক মান হারিয়েছে। নাটকের গল্প থেকে দিনকে দিন পরিবার হারিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘আমাদের নাটকের বাজেট কম। যে কারণে নাটক থেকে শিল্পী বাদ দেওয়ার একটা রীতি তৈরি হচ্ছে। কীভাবে শিল্পী কমানো যায়, সবার নজর সেদিকে। বাজেট কম বলে শিল্পী বাদ দিতে দিতে আজ নাটকের এই দশা।’

একটি নাটকে আবুল হায়াত ও বিপাশা হায়াত। ছবি: সংগৃহীত
একটি নাটকে আবুল হায়াত ও বিপাশা হায়াত। ছবি: সংগৃহীত

আবুল হায়াত মনে করেন এখনো পারিবারিক নাটক মানুষ পছন্দ করে। সেটা ইউটিউব খুললেই বোঝা যায়। আবুল হায়াত বলেন, ‘২০ থেকে ৩০ বছর আগের নাটক দেখলে বোঝা যায়, মানুষ পারিবারিক নাটক কত পছন্দ করেন। অথচ সেই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। ফ্যামিলি লাইফের প্রতি মানুষের যে আকর্ষণ ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট করে ফেলছি আমরা। এখন একটা বিচ্ছিন্নতাবাদী ধারণা চলে আসছে যে, আমি ছাড়া আর কেউ নেই। নিজস্ব জীবন ছাড়া আর কেউ থাকবে না। আমি আমার প্রেমিকা আর একটি মোবাইল ফোন থাকলেই আর কিছু লাগবে না। এখন এভাবেই সব চলছে।’

তিশার সঙ্গে আবুল হায়াত। ছবি: সংগৃহীত
তিশার সঙ্গে আবুল হায়াত। ছবি: সংগৃহীত

বছরখানেক আগেও মাসের ৩০ দিনই অভিনয় করতে হতো আবুল হায়াতকে। এখন সেই ব্যস্ততা নেই। ‘এখন ব্যস্ততা কমেছে। নাটকে মা–বাবা না থাকলে সে রকম চরিত্রের গল্প হাতে কম আসে। আমাদের দেশে বৃদ্ধদের সংকট নিয়ে কোনো নাটক লেখা হয় না। বিটিভি আমলে অনেক তরুণ অবস্থায়ও বৃদ্ধদের সংকট নিয়ে নাটক হতো। বৃদ্ধ সেজে আমরা সেগুলোতে অভিনয় করেছি। কিন্তু এখন সেই গল্প, চিত্রনাট্য পাওয়া যায় না। এখন রোমান্টিক, কমেডি গল্প বেশি। ব্যতিক্রম নাটক কম হয়। যে কারণে অভিজ্ঞ বর্ষীয়ান শিল্পীদের কাজ কমে যাচ্ছে। আবার অভিজ্ঞ শিল্পীদের যে মূল্যায়ন দরকার, সেটা এখন হচ্ছে না।’

হানিফ সংকেতের পারিবারিক নাটকে আবুল হায়াতের সঙ্গে অন্যরা। ছবি: সংগৃহীত
হানিফ সংকেতের পারিবারিক নাটকে আবুল হায়াতের সঙ্গে অন্যরা। ছবি: সংগৃহীত

অনেক সময় চ্যানেল বা প্রযোজকেরা পরিচালকদের বলে দেন, মা–বাবা দরকার নেই। বৃদ্ধদের দরকার নেই, চাকর-বাকর দরকার নেই। এই অভিযোগ অনেকটাই সত্য বলে মত দেন আবুল হায়াত। তিনি বলেন, ‘এ রকম শুনেছি। তাঁরা নাকি বলেন, গল্পে মা–বাবা দরকার নেই, বৃদ্ধদের দরকার নেই। নাটক নায়িকার সঙ্গে বিশেষ একজন শিল্পী থাকলেই হবে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আমাদের সংস্কৃতির ওপর ভিত্তি করে নাটক বানাতে হবে।’