নিরো অনুপম খেরের হিরো

অনুপম খের জন্মদিন উদ্‌যাপন করেছেন হলিউডের অনন্য অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে। ছবি: টুইটার
অনুপম খের জন্মদিন উদ্‌যাপন করেছেন হলিউডের অনন্য অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে। ছবি: টুইটার

পঁয়ষট্টিতে পা রাখলেন বলিউড অভিনেতা অনুপম খের। বিশেষ এই দিনটি অনুপম উদ্‌যাপন করেছেন দুবার অস্কারজয়ী হলিউডের অনন্য অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে। গতকাল শনিবার নিউইয়র্কে দুজনের একান্তে সময় কাটে। ‘অভিনয় সম্রাটে’র সঙ্গে সময় কাটিয়ে তাঁর স্মৃতি অনুপম ধরে রাখলেন টুইটারে।

সেখানে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি খাবার টেবিলে ছোট একটি কেক আনা হয়। তারপর দুজনে জন্মদিনের সংগীত গেয়ে উদ্‌যাপন করছেন অনুপমের পঁয়ষট্টি। ‘ধন্যবাদ। আপনি আমার হিরো। আমার সঙ্গে আছেন, এটা আমার জন্য বিরাট পাওয়া’, গান শেষ হলে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন অনুপম। তারপর নিরো অনুপমকে কেক কাটতে বলেন আর একটি ইচ্ছার কথা ভেবে মোমবাতি নেভাতে বলেন।

পাঁচ শর বেশি সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের। ছবি: টুইটার
পাঁচ শর বেশি সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের। ছবি: টুইটার

‘এর চেয়ে জাদুকরি ব্যাপার একজন অভিনেতার জন্য আর কী হতে পারে যে অভিনয়ের সম্রাটের সঙ্গে পরপর তিন বছর জন্মদিন পালন করছি! আমি ধন্য ডি নিরো সাহেব আমার মধ্যাহ্নভোজের প্রস্তাব গ্রহণ করেছেন। দারুণ লাগছে আমার’ ভিডিওর সঙ্গে এমন কথা জুড়ে দিয়েছেন অনুপম। তারপর নিরোর দাওয়াত গ্রহণের বিষয়টিকে বর্ণনা করেছেন এভাবে, যেকোনো কিছুই ঘটতে পারে। আমার নিমন্ত্রণ রক্ষার বিষয়টি সেই সম্ভাবনার ক্ষুদ্র ভগ্নাংশেরও বাবা, যে সবকিছুর ঊর্ধ্বে প্রায় অসম্ভবকে সম্ভব করে।’

এই নিয়ে একটানা তিন বছর অনুপম খেরের জন্মদিনের পার্টির বিশেষ অতিথি হিসেবে দেখা মিলল রবার্ট ডি নিরোর। ২০১২ সালে মুক্তি পাওয়া হলিউডের ছবি ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এ একসঙ্গে অভিনয় করেছেন অনুপম খের ও রবার্ট ডি নিরো। সেই থেকে তাঁদের পরিচয়। পরে ২০১৭ সালের জুন মাসে দুপুরের খাবারে অনুপম খের রবার্ট ডি নিরোর কাছ থেকে নিমন্ত্রণ পেয়েছিলেন। সেবারও টুইটারে নিরোকে ধন্যবাদ জানাতে ভোলেনি।

একেবারেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ অনুপম খের। ছবি: টুইটার
একেবারেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ অনুপম খের। ছবি: টুইটার

দুজনের একটি ছবি পোস্ট করে অনুপম এ–ও লিখেছেন, ‘রবার্ট ডি নিরোর মতো অভিনয়ের গুরু যখন তাঁর বাড়িতে দুপুরের ভোজে ডাকবে, তখন আপনি খেতে পারবেন না। কারণ, তখন প্রাণটা থাকবে দুর দুরু।’ আরও একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘যখন অভিনয়গুরু আপনার সঙ্গে ছবি তোলার সময় আপনার মতো একই ভঙ্গি করবে, তখন তো আমি অজ্ঞান হয়ে যাই, যাই! কত বড় সম্মান!’
এদিন অনুপম খেরের বলিউডের বন্ধুরাও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। তাঁকে টুইট বার্তায় শুভেচ্ছা জানান ঋষি কাপুর, শক্রুঘ্ন সিনহা, অনিল কাপুররা। সেসব বার্তাও দেখা গেছে অনুপমের টুইটারে।

একেবারেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ অনুপম খের। বাবা ছিলেন বন বিভাগের একজন কেরানি। একসময় মুম্বাই গিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে পরিচালক মহেশ ভাটের হাত ধরে চলচ্চিত্র জগতে নামেন। তারপর ৫০০-এর বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। কৌতুক, খল অভিনেতা, বিত্তশালী বাবা কিংবা রাজনীতিবিদ—নানা রকমের বিচিত্র চরিত্রে দেখা গেছে তাঁকে। বর্ষীয়ান এই অভিনেতা বলেন, ‘আজ পর্যন্ত ৫০০-র বেশি সিনেমা আমার হয়ে গিয়েছে। কিন্তু এখনো আমি ধন্যবাদ জানাই প্রতিদিন, সেই দিনগুলোকে, যখন শুধু ব্যর্থতাই ছিল। আমি ধন্যবাদ জানাই, সেই সব মানুষকে, যাঁরা আমায় অযোগ্য মনে করে ফিরিয়ে দিয়েছিলেন। তাঁদেরও ধন্যবাদ জানাই, যাঁরা আমায় সাহায্য করতে এগিয়ে আসেননি। এত কিছু না হলে আমি আজকের এই আমি হতে পারতাম না।’

শনিবার ছিল অনুপম খেরের ৬৫তম জন্মদিন। ছবি: টুইটার
শনিবার ছিল অনুপম খেরের ৬৫তম জন্মদিন। ছবি: টুইটার

৬৫ বছর বয়সী অনুপম খের জানিয়েছেন, প্রতিদিন কাজে যাওয়ার সময় নিজেকে বলেন অভিনয় সম্পর্কে কিছু জানেন না, ‘ওটাই একমাত্র উপায়। যদি নিজের জ্ঞান নিয়ে বড়াই করা শুরু করি, তাহলে নতুন আর কিছু শিখতে পারব না।’

অনুপমের উল্লেখযোগ্য বলিউড ছবির মধ্যে রয়েছে সারাংশ, কর্মা, এ ওয়েডনেস ডে, বেবী, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ইত্যাদি।